শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বর্ষসেরার তালিকায় সাকিব মুশফিক ও মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নতুন বছর দুর্দান্ত শুরু করেছে টেস্ট ক্রিকেটে। গেল বছরও ভালো কেটেছে। টেস্টের চেয়ে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে দারুণ সময় কাটিয়েছেন টাইগাররা। ওয়ানডে সিরিজ খেলেছেন ৪টি এবং জিতেছেন ৩টি। সব মিলিয়ে ১২ ম্যাচে জয় ৮টি। ৭৫ শতাংশ। এ সাফল্যের ফলও পেয়েছেন হাতে হাতে। আইসিসি গতকাল ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। আইসিসি একাদশে সবচেয়ে বেশি তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন বাংলাদেশের। একাদশের বাকি আট ক্রিকেটারের মধ্যে দুজন করে জায়গা পেয়েছেন পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে। পারফরম্যান্স বিচারে সুযোগ হয়নি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, জিম্বাবুয়ে থেকে। আইসিসি টি-২০ একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ খবর