শিরোনাম
বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নতুন রূপে পাইওনিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক

দুই বছরের বিরতি কাটিয়ে আবার মাঠে ফিরছে পাইওনিয়ার ফুটবল লিগ। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুধুমাত্র ঢাকার দলগুলোকে নিয়ে কিশোরদের এ আয়োজন বসবে। অনূর্ধ্ব-১৫ বয়সের সীমাবদ্ধ হলেও প্রতিবারই বয়স চুরি নিয়ে অভিযোগ উঠে। এ ব্যাপারে এবার কঠোর হচ্ছে বাফুফে। হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফুটবলারদের তিনটি টেস্ট করাতে হবে। এসব বিষয়ে বাফুফের সঙ্গে চুক্তিও হয়েছে হাসপাতালের। ইতোমধ্যে টেস্ট শুরুও হয়ে গেছে।

১৯৮০ সালে শুরু হওয়া এ লিগ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। বাংলাদেশের বেশ ক’জন প্রতিষ্ঠিত ফুটবলারের শুরুটা হয়েছিল পাইওনিয়ার লিগ থেকে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির জন্য এবার নতুন রূপে পাইওনিয়ার লিগ মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর