বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
শেখ রাসেলের হোম ভেন্যু হাজার কোটি টাকার

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের হোম ভেন্যু হয়ে গেল হাজার কোটি টাকার বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স। আসন্ন পেশাদার লিগে তারা নিজেদের হোম ম্যাচগুলো খেলবে দেশের নবনির্মিত সর্বাধুনিক বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে।

প্রথমে শেখ রাসেল ক্রীড়া চক্র কর্মকর্তাদের ভাবনায় ছিল সিলেট ও গোপালগঞ্জের কথা। এর আগে তাঁরা একবার সিলেট জেলা স্টেডিয়ামকেও করেছিলেন নিজেদের হোম ভেন্যু। এবারও কর্মকর্তাদের মাথায় ঢাকার বাইরে যাওয়ার নানা ভাবনা ঘুরপাক খেলেও শেষমেশ তাঁদের দুশ্চিন্তামুক্ত করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সকে লিগে হোম ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেছেন, ‘এখন দেশের সর্বাধুনিক মাঠে ফুটবল লিগ খেলবে আমাদের ক্লাব। আশা করি তাদের খেলার মান আরও বাড়বে এবং নতুন সাফল্য উপহার দিয়ে শেখ রাসেল ক্লাবকে তারা নিয়ে যাবে নতুন উচ্চতায়।’ ২০১৫ সালে তিনি ক্লাবের দায়িত্ব নেওয়ার পর শেখ রাসেল রানার্স-আপ হয় ২০১৫-১৬ মৌসুমে। পরের বছর মাগুরায় জেতে বঙ্গবন্ধু কাপ ফুটবলের শিরোপা। তারা এবারও ভালো মানের দেশি-বিদেশি নিয়ে দুর্দান্ত দল গড়েছে শিরোপার স্বপ্নে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ছিলেন তারকা ফুটবলার। ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাবকে নেতৃত্বও দেন তিনি। তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর অন্য দুই পুত্র শেখ জামাল ও শেখ রাসেলের নামেও আছে স্বনামধন্য দুটি ক্লাব। শেখ রাসেলের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। শেখ জামাল ধানমন্ডির সভাপতির দায়িত্বে আছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বসুন্ধরা গ্রুপ। তাদের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংস শুরু থেকেই ফুটবলে সাফল্য বয়ে আনছে। এবারের লিগে দলটি নিজেদের মাঠে খেলবে। দেশের ফুটবল ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে কিংস। শেখ রাসেল ক্রীড়া চক্রও এ ইতিহাসের অংশ হতে যাচ্ছে।

সায়েম সোবহান আনভীর, চেয়ারম্যান, শেখ রাসেল ক্রীড়া চক্র

 

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের মাঠ এবং তার আধুনিক সুযোগ-সুবিধা দেখে ফুটবল লিগের ভেন্যু হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমে সেটি ছিল কেবল বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। এবার তার সঙ্গে যোগ হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রও। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স হোম ভেন্যু হওয়ায় শেখ রাসেলের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ লাভলু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের কাছে, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স স্থায়ীভাবে ব্যবহারের অনুমতি দেওয়ায় তাঁর কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন থেকে এ মাঠে শেখ রাসেলের প্র্যাকটিস ও খেলা দুই-ই চলবে।’

২০০৭ সালে পেশাদার লিগের যাত্রা হলেও সায়েম সোবহান শেখ রাসেলের চেয়ারম্যান হওয়ার পরই প্রকৃত পেশাদারির দেখা মেলে জনপ্রিয় এ ক্লাবের মাধ্যমে। এবার বসুন্ধরা গ্রুপের গড়া নতুন ক্রীড়া কমপ্লেক্সকে দেশের দুই সেরা ক্লাব বসুন্ধরা কিংস ও শেখ রাসেল হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে আর কোনো ক্লাবের নিজেদের ক্রীড়া কমপ্লেক্স নেই। ইউরোপিয়ান লিগের পথ অনুসরণ করছে বসুন্ধরা গ্রুপ। এতে দেশের ফুটবলে যেমন নতুনত্ব আসবে, তেমনি মানোন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।

সর্বশেষ খবর