বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বোলিংয়ে তারুণ্যের জোয়ার

বিপিএল ঢাকা পর্ব বিশ্লেষণ

ক্রীড়া প্রতিবেদক

বোলিংয়ে তারুণ্যের জোয়ার

দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে মাঠে গড়িয়েছে বিপিএল। শেষ হয়েছে ঢাকা পর্বের প্রথম ৪ দিনের খেলা। চট্টগ্রাম পর্ব শুরু হবে ২৮ জানুয়ারি, শুক্রবার। চলবে ১ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত। ঢাকা পর্ব পর্যন্ত খেলায় একমাত্র অপরাজিত দল ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২ ম্যাচে শতভাগ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে। সবচেয়ে বাজে পারফরম্যান্স বিপিএলের অভিজ্ঞ দল মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, রুবেল হোসেনদের নিয়ে গড়া মিনিস্টার গ্রুপ ঢাকা। মাহমুদুল্লাহদের পয়েন্ট ৪ ম্যাচে তিন হারে ২। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় স্বাগতিক দেড়টায় মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট সানরাইরার্জের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের ঢাকা। প্রথম চার দিনের খেলার পর্যালোচনায় ব্যাট হাতে অভিজ্ঞদের পারফরম্যান্স উজ্জ্বল। বল হাতে উজ্জ্বল তরুণ বোলাররা।

ব্যাটিং শীর্ষ ৫ ব্যাটারের তিনজন বাংলাদেশের। ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ ৪ ম্যাচে রান করেছেন ১২৬.৫৩ স্ট্রাইক রেটে ১২৪। হাফসেঞ্চুরির ইনিংস নেই। ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের ম্যাচে ৪৭ রানের ইনিংস খেলেন। তামিম ইকবাল টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করলেও শেষ দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। ৪ ম্যাচে টাইগার ওয়ানডে অধিনায়কের রান ১০৫। দেশি ক্রিকেটারদের মধ্যে এই ব্যাটার শয়ের উপর রান করেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল ৩ ম্যাচে হাফসেঞ্চুরি না করলেও রান করেছেন ১১২। খুলনার রনি তালুকদার ২ ম্যাচে সর্বোচ্চ ৬১ রানসহ রান করেছেন ৬৮। ঢাকার মিডল অর্ডার ব্যাটার শুভাগত ৪ ম্যাচে রান করেছেন ৭২। জাতীয় দলে ফিরতে চট্টগ্রামের সাব্বির রহমান ৩ ম্যাচে সর্বোচ্চ ৩২সহ রান করেছেন ৬৯। জুনিয়র ক্রিকেটারদের মধ্যে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন মাহামুদুল হাসান জয়। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে তরুণ ব্যাটার মাহামুদুল দুর্দান্ত ব্যাট করেন। কুমিল্লার পক্ষে ৪৮ রান করেন।

ব্যাটিংয়ে শীর্ষ পাঁচের তিনজন স্থানীয়। বোলিংয়ে আবার চার জনই স্থানীয়। একজন মাত্র বিদেশি। সবচেয়ে বেশি ৭ উইকেট সিলেট সানরাইজার্সের বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। টাইগারদের সাবেক স্পিনার নাজমুল ২ ম্যাচে ওভার প্রতি ৬.৮ গড়ে উইকেট নিয়েছে ৭টি। সেরা বোলিং ৪/১৮। পরের স্থানগুলো দখল করে আছে তরুণরা। ৬ উইকেট নিয়ে যৌথভাবে দুইয়ে মেহেদী হাসান মিরাজ ও বাঁ হাতি ফাস্ট বোলার শরিফুল ইসলাম। কুমিল্লার অফ স্পিনার নাহিদুল ২ ম্যাচে উইকেট নিয়েছেন ৫টি। সেরা বোলিং ৩/৫। বরিশালের দুই ক্যারিবীয় পেসার আলজেরি জোসেফ ও ডুয়াইন ব্রাভো উইকেট নিয়েছেন ৫টি করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর