বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইতিহাসের সামনে সোয়াটেক

ক্রীড়া ডেস্ক

ইতিহাসের সামনে সোয়াটেক

ফ্রেঞ্চ ওপেনে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিলেন পোলিশ মেয়ে ইগা সোয়াটেক। পোল্যান্ডের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে জয় করেছিলেন গ্র্যান্ড স্লাম ট্রফি। এবার আরও একটি ইতিহাসের দিকে ছুটছেন ২০ বছরের এই মেয়ে। প্রথম পোলিশ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুযোগ তার সামনে।

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সোয়াটেক। গতকাল কোয়ার্টার ফাইনালে সোয়াটেক ৪-৬, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন এস্তোনিয়ার কায়া কানেপিকে। শেষ চারের লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সের। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে গতকাল ড্যানিয়েল সরাসরি সেটে হারিয়েছেন ফ্রান্সের অ্যালাইজ কর্নেটকে। ২৭তম বাছাই হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে লড়াই করছেন ড্যানিয়েল।  আর মাত্র দুটি ম্যাচ জিতলেই প্রথম পোলিশ হিসেবে ইগা সোয়াটেক জয় করবেন অস্ট্রেলিয়ান ওপেন। এমনকি ফাইনালে উঠলেও ইতিহাস গড়বেন তিনি।

 

অস্ট্রেলিয়ান ওপেন ২০২২

স্টেফানোস সিতসিপাস ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন জ্যানিক সিনারকে।

ড্যানিল মেদভেদেভ ৬-৭, ৩-৬, ৭-৬, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন ফেলিক্স অগারকে।

ইগা সোয়াটেক ৪-৬, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন কায়া কানেপিকে।

ড্যানিয়েল কলিন্স ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন অ্যালাইজ কর্নেটকে।

রাজিব/স্যালিসবিউরি জুটি ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ফগনিনি/সাইমন জুটিকে।

পুরসেল/এবডেন জুটি ৩-৬, ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন কুলহফ/স্কুপস্কি জুটিকে।

ভেরোনিকা/এলিস জুটি ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ফ্লিপকেন্স/সারা জুটিকে।

ক্রেজিকোভা/সিনিয়াকভা জুটি ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন ক্যারোলিন/স্যান্ডার্স জুটিকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর