শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আমার আর প্রয়োজন নেই

ছয় মাস টি-২০ খেলবেন না তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

আমার আর প্রয়োজন নেই

তামিম ইকবাল আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে চান না- কয়েকদিন আগে মিডিয়াকে এমন তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর থেকে ক্রিকেট পাড়ার মূল আলোচনায় টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম। বিসিবি সভাপতি মন্তব্যটি করেন, যখন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে বিপিএলে টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তামিম।

ছন্দে ফেরা টাইগার ওয়ানডে অধিনায়ক গতকাল নিজেই টি-২০ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। বিপিএলের চট্টগ্রামপর্ব শুরুর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মিডিয়ার মুখোমুখিতে তামিম বলেন. ‘আগামী ছয় মাস আমি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলব না। এই ছয় মাস আমি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে পুরোপুরি মনোনিবেশ করব।’ এমন ঘোষণার সঙ্গে আরও একটি কথা পরিষ্কার করেছেন ৭৮ টি-২০ ম্যাচ খেলা তামিম, ‘আমি বিশ্বাস করি এই ছয় মাস তরুণ ক্রিকেটাররা ততোটাই ভালো ক্রিকেট খেলবেন, যাতে আমার আর প্রয়োজন হবে না।’ বক্তব্যে পরোক্ষভাবে উঠে এসেছে, দলে তার অবস্থান এখন আগের মতো মজবুত নয়। ভবিষ্যতে তাকে আর দরকার হবে না। 

২০০৭ সালে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ম্যাচে রান করেছিলেন মাত্র ১১। সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ২০২০ সালের ৯ মার্চ। ২২ মাস আগে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে রান করেছিলেন ৪১। আন্তর্জাতিক টি-২০ তে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইনজুরির জন্য টি-২০ বিশ্বকাপ খেলেননি। তখন থেকে গুঞ্জন, তিনি আর টি-২০ খেলবেন না। অবশ্য সে সময় তিনি নেপালে টি-২০ লিগ খেলেছেন। কিন্তু হাতে চোট পেয়ে ফিরে আসেন দেশে। সুস্থ হয়ে এখন খেলছেন বিপিএল। গতকাল তামিম বলেন, ‘কয়েকদিন ধরে আমার টি-২০ ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। আমার সঙ্গে গত কয়েক দিনে সভাপতি (নাজমুল হাসান পাপন), জালাল ভাই (ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস), কাজী এনাম ভাইদের (বিসিবি পরিচালক) সঙ্গে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। উনারা

চাচ্ছেন আমি অন্তত বিশ্বকাপ পর্যন্ত টি-২০ চালিয়ে যাই। আমার ব্যাপারটা আলাদা। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৬ ছয় মাস আমি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট নিয়ে ভাবছি না।’

ছয় মাস আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলবেন না। তাহলে এ সময় টাইগার ওয়ানডে অধিনায়কের পরিকল্পনা কি? সেটাও খোলাসা করেছেন ৬৪ টেস্টে ৪৭৮৮ রান ও ২১৯ ওয়ানডেতে ৭৬৬৬ রান হাঁকানো তামিম, ‘এই ৬ মাস আমার পুরো মনোযোগ থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ ওয়ানডে বাছাইপর্ব নিয়ে।’ টি-২০ না খেললেও তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রাখছেন ৩৩ বছর বয়সী তামিম। অবশ্য  এটাও জানিয়েছেন বিসিবি চাইলে ছয়মাস পর পুনর্বিবেচনা করবেন, ‘আশা করি এই ৬ মাসে তরুণরা এত ভালো খেলবে যে আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর যদি ক্রিকেট বোর্ড, নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট মনে করে বিশ্বকাপের আগে আমাকে দরকার, আমিও যদি প্রস্তুত থাকি, তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস নয়।’

টি-২০ বাদ দিয়ে সব ফোকাস দিবেন টেস্ট ও ওয়ানডেতে। দেশসেরা বাঁ হাতি ওপেনার আরও ৪/৫ বছর টেস্ট খেলতে চান, ‘অনেক ক্রিকেটার টেস্ট ও ওয়ানডের আগে টি-২০ ছেড়েছেন। ওয়ানডে আমাদের সবচেয়ে প্রিয় সংস্করণ। খুব উপভোগ করি। যখন থেকে ক্রিকেটে ব্যাট ধরা শুরু করি, তখন দুটি ইচ্ছে ছিল বাংলাদেশের হয়ে খেলব এবং টেস্ট খেলব। আপনারা জানেন টেস্ট ক্রিকেটের মূল্য কেমন। হয়তো এই সংস্করণে আমরা শক্তিশালী নই। কিন্তু এখানে একটা সেঞ্চুরি বা ফিফটির মূল্য অন্যরকম। টেস্ট আমি যত দিন সম্ভব খেলে যেতে চাই। আমার বয়স ৩৩। আমার পারফরম্যান্স ও ফিটনেস ঠিক থাকলে আরও ৪-৫ বছর খেলব।’

কিছুদিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন টাইগার টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এখন ৬ মাস টি-২০ ক্রিকেটের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। এতে অনেকটাই স্পষ্ট, টি-২০ ক্রিকেট হারাচ্ছে পঞ্চম পা-বের এক পা-বকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর