শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রাম-খুলনা ম্যাচ দিয়ে শুরু চট্টগ্রাম পর্ব

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম-খুলনা ম্যাচ দিয়ে শুরু চট্টগ্রাম পর্ব

ঢাকায় খেলেননি। চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশালের পক্ষে খেলতে গতকাল ঢাকায় পা রাখেন আফগানিস্তানের ‘রহস্যময় স্পিনার’ মুজিব উর রেহমান। মুজিব খেলবেন সাকিব আল হাসানের দলে। সাকিবের বরিশালে খেলছেন ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল। বিপিএলে ঢাকা পর্ব শেষে আজ শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। ঢাকায় চার দিনের খেলা শেষে একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলে সবার উপরে ইমরুল কায়েশ, মুস্তাফিজুর রহমানের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের বাকি পাঁচ দলই হারের তিক্ত স্বাদ নিয়েছে। সবচেয়ে বাজে অবস্থা মাহমুদুল্লাহ রিয়াদের মিনিস্টার গ্রুপ অব ঢাকার। চট্টগ্রাম পর্ব আজ শুরু হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স -খুলনা টাইগার্স ম্যাচ দিয়ে। শুক্রবার বলে দুপুর দেড়টায় শুরু হবে খেলা। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট সানরাইজার্সের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের ঢাকা।

চট্টগ্রাম আজ চতুর্থ ম্যাচ খেলতে নামবে। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে চট্টগ্রাম প্রথম ম্যাচে বরিশালের কাছে ৪ উইকেটে হারলেও পরের দুই ম্যাচে হারিয়েছে যথাক্রমে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৩০ রানে ও খুলনা টাইগার্সকে ২৫ রানে। চট্টগ্রামের প্রতিপক্ষ মুশফিকের খুলনা আবার প্রথম ম্যাচে ঢাকার ১৮৩ রান টপকে যায় ৫ উইকেট হারিয়ে। তবে খুলনা দ্বিতীয় ম্যাচে হেরে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ২৫ রানে। মুশফিকরা আজ তৃতীয় ম্যাচ খেলবেন।

সর্বশেষ খবর