মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মুগ্ধ কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

মুগ্ধ কাবরেরা

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স দেখতে এসে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেন, ‘সাফল্য পেতে অর্থ বা শক্তিশালী দল গড়লে হয় না পরিবেশ লাগে। আমি বসুন্ধরার পরিবেশ দেখে অভিভূত। সত্যি বলতে যে মানের মাঠ ও ক্রীড়া কমপ্লেক্স গড়া হয়েছে তা পুরোপুরি ফুটবলের জন্য উপযোগী। আমি জেনে খুশি হলাম বসুন্ধরা শুধু চ্যাম্পিয়নের জন্য দল গড়ে না। নতুন ফুটবলার সন্ধানেও কাজ করছে। তারা নারী ফুটবলারদের গুরুত্ব দিচ্ছে। প্রকৃত ক্লাবের সব গুণাবলীই তাদের রয়েছে।’

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বলেন, ‘বসুন্ধরা এমনই এক কমপ্লেক্স গড়েছে যা ভালো ফুটবল খেলার জন্য আদর্শ ভেন্যু।’ গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘বসুন্ধরা কমপ্লেক্সের কাজ এখনো সম্পন্ন হয়নি। বাকি কাজ শেষের পর এই কমপ্লেক্স এশিয়ার সেরা দশের একটি হবে। এশিয়ার অনেক কমপ্লেক্স ঘুরেই আমি এই স্বীকৃতি দিলাম।’ ৩ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস ও স্বাধীনতা সংঘ পেশাদার লিগে উদ্বোধনী ম্যাচে এখানেই মুখোমুখি হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর