মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাফুফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক

বাফুফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সকে বসুন্ধরা কিংসের হোম ভেন্যুর অনুমতি দেয় বাফুফের লিগ কমিটি। অথচ কোনো কারণ ছাড়াই লিগের একদিন আগে এই ভেন্যু বাতিল করে দেয়। মাঠ উপযুক্ত থাকার পরও পেশাদার লিগ হচ্ছে টঙ্গী ও মুন্সীগঞ্জে। এ নিয়ে ক্ষুব্ধ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে গতকাল আহসান উল্লাহ মাস্টার জাতীয় টার্গেট বল প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেখানে তিনি লিগের ভেন্যু নিয়ে যা হচ্ছে তাতে বিরক্ত ও ক্ষুব্ধ। তিনি বলেন, ‘বাফুফের কর্মকান্ড দেখে আমি হতাশ। এত মাঠ তা চোখে পড়ছে না বাফুফের। ঢাকাতেই সৌন্দর্যময় ভেন্যু থাকার পরও তারা গুরুত্ব দিচ্ছে না। এই যদি হয় অবস্থা তাহলে ফুটবল উন্নয়ন হবে কীভাবে?’

প্রতিমন্ত্রী বলেন, ‘বুঝলাম অর্থের কারণে বাফুফে নিজস্ব ভেন্যু তৈরি করতে পারছে না। ক্রীড়া পরিষদ যেমন অনেক মাঠ তৈরি করেছে। তেমনি অন্য প্রতিষ্ঠানও কমপ্লেক্স গড়ছে। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।’ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ লিগ খেলার অনুমতি দিয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছিল এটা আর্চারির অনুশীলনের মাঠ। আপনারা ফুটবল খেলেন, সমস্যা নেই। তবে আর্চারদের সমস্যা যেন না হয়। আর্চারি ফেডারেশনের সঙ্গে সমঝোতা করে খেলা মাঠে নামান। অথচ অভিযোগ পেলাম আর্চারি ফেডারেশনের সঙ্গে আলোচনা না করেই পেশাদার লিগ শুরু করে দিয়েছে। এতে আর্চারদের সমস্যার শেষ নেই। এই আর্চারি দেশকে সাফল্য এনে দিচ্ছে। অথচ তাদেরই কিনা তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। বাফুফে যেভাবে টুঙ্গীতে লিগ আয়োজন করছে তা দখলই বলা যায়। এমন ভয়াবহ কাজ বাফুফে করবে তা আমি ভাবতেই পারিনি।’

সর্বশেষ খবর