শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ধরাছোঁয়ার বাইরে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

ধরাছোঁয়ার বাইরে ম্যানসিটি

ম্যানচেস্টার সিটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পেপ গার্ডিওলা। তার কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ খেলছে ম্যান সিটি। চলতি মৌসুমের শিরোপা জয়ে দলটি লিভারপুল, চেলসি, ওয়েস্টহ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল থেকে এগিয়ে অনেক। পরশু রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গার্ডিওলার ম্যান সিটি ২-০ গোলে হারিয়েছে ব্রেন্ট সিটিকে। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে গোল দুটি করেন রিয়াদ মাহরেজ ও কেভিন ডি ব্রুইন। ম্যান সিটি আগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল সাউদাম্পটনের সঙ্গে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল ম্যান সিটি। পরশু রাতের জয়ে ম্যান সিটির পয়েন্ট ২৪ ম্যাচে ৬০। দুইয়ে থাকা ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের পয়েন্ট ২২ ম্যাচে ৪৮। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে চেলসি, ৪০ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ম্যান সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউ’র পয়েন্ট ২৩ ম্যাচে ৩৯। ম্যাচে দুই অর্ধে গোল করে গার্ডিওলার শিষ্যরা।

সর্বশেষ খবর