শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হতাশ সাকিব উচ্ছ্বাস ইমরুলের

কুমিল্লার রুদ্ধশ্বাস জয়

ক্রীড়া প্রতিবেদক

হতাশ সাকিব উচ্ছ্বাস ইমরুলের

ছবি : রোহেত রাজীব

নার্ভের কাছে হেরে গেল ফরচুন বরিশাল। শেষ মুহূর্ত পর্যন্ত নার্ভ ধরে রেখে চাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৃতীয় ও ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমবার কুমিল্লাকে চ্যম্পিয়ন করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয়বার কুমিল্লাকে উৎসব, উচ্ছ্বাসে মাতান অধিনায়ক ইমরুল কায়েশ। এক আসর পর বিপিএলের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পুনরায় চ্যাম্পিয়ন করেন অধিনায়ক ইমরুল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় কুমিল্লা চ্যাাম্পিয়ন হয়েছে রোমাঞ্চকর এক ফাইনাল জিতে। বিপিএলের আগের সাত আসরের একটি ফাইনালও এমন উত্তেজনা ছড়ায়নি। এমন টানা উত্তেজনা ছিল না। শেষ ওভারে ১০ রান দরকার ছিল সাকিব আল হাসানের বরিশালের। শহিদুল ইসলামের ওভারে তওহিদ হৃদয় ও মুজিব উর রেহমান ৮ রানের বেশি নিতে পারেননি। ১ রানে জিতে তৃতীয় শিরোপা জয় করে মোহাম্মদ সালাউদ্দিন, স্টিভ রোডসের কুমিল্লা। ৫৭ রান এবং ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সুনিল নারিন। টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ জেতায় উচ্ছ্বসিত ইমরুল। সাকিব হতাশ শেষ মুহূর্তে নার্ভ ধরে রাখতে না পারায়।   

ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপার স্বাদ নিয়েছিলেন সাকিব। গ্ল্যাডিয়েটর্সের শিরোপা উৎসব করেছিলেন একজন সদস্য হয়ে। ডায়নামাইটসকে শিরোপা উপহার দিয়েছিলেন অধিনায়ক হিসেবে। এই প্রথম খেলেছেন বরিশালে। ফরচুন বরিশালে নাম লেখানোর পরপরই ফ্যাঞ্চাইজিদের আশ্বাস দিয়েছিলেন চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেবেন। কিন্তু কথা রাখতে পারেননি। ফাইনালে ইমরুলের কুমিল্লার বিপক্ষে ব্যাট ও বলের পারফরমেন্স আহামরি ছিল না সাকিবের। বোলিংয়ে ১ উইকেট এবং ব্যাটিংয়ে রান করেন মাত্র ৭। আসরে তার রান ২৮৪ ও উইকেট ১৬টি। সবচেয়ে বেশি উইকেট কুমিল্লার মুস্তাফিজুর রহমানের ১৯টি। তবে টুর্নামেন্ট সেরা হয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান অলরাউন্ডিং পারফরম্যান্সে। টানা ৫ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন তিনি। জয়ের পথে থেকেও চ্যাম্পিয়ন হতে না পেরে হতাশ বরিশালের অধিনায়ক সাকিব, ‘এমন ম্যাচ জিততে না পারাটা ছিল হতাশার। আমরা নার্ভ ধরে রাখতে পারিনি। আমরা আশা করেছিলাম জিতব। কিন্তু জিততে পারিনি। ওরা শেষ পর্যন্ত নার্ভ ধরে রাখতে পেরেছিল বলেই চ্যাম্পিয়ন হয়েছে।’ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত কুমিল্লার অধিনায়ক ইমরুল, ‘আমরা আশাবাদী ছিলাম শেষ পর্যন্ত। দলগত পারফরমেন্সেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। শুরুতে সুনিল নারিন দারুণ ব্যাটিং করেছেন।’

সর্বশেষ খবর