সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

অনুশীলনে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলনে টাইগাররা

বিপিএল শেষ। শিরোপা উৎসবের রেশ কাটেনি এখনো। উৎসবে মজে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। তারপরও আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে। গতকাল অনুশীলনও করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে আজ অনুশীলন নেই তামিম বাহিনীর। ২৩ ফেব্রুয়ারি বুধবার দুই দল মুখোমুখি হবে প্রথম ওয়ানডেতে। আফগানিস্তান ক্রিকেট দল বন্দর নগরীতে পা রাখে সিলেটে ১০ দিনের ক্যাম্প করে। তামিম বাহিনী যায় বিপিএল খেলে। তবে ফাইনাল খেলে ক্লান্ত থাকায় একদিন বাড়তি বিশ্রাম পেয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান জয় ও মুস্তাফিজুর রহমান। এই চার ক্রিকেটার আজ দলের সঙ্গে যোগ দিবেন। দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ। বিপিএল চলাকালীন ঢাকায় আসলেও করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যোগ দেননি টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স। এবারই প্রথম টাইগারদের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ। গতকাল চট্টগ্রাম যাওয়ার আগে টাইগার অপ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দলের পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমাদের সিম্পল প্ল্যান থাকবে। যেটা সব সময় করে আসছি, ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে এসেছি, সে রকম সিম্পল প্ল্যানই থাকবে। আমরা

ভালো ক্রিকেট খেলব। আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জয়।’ মিরপুরে ওয়ানডে তিনটি যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি এবং মিরপুরে টি-২০ ম্যাচ দুটি যথাক্রমে ৩ ও ৫ মার্চ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ তিনটি দিবারাত্রির। তবে শুরু হবে সকাল ১১টায়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টি-২০ ম্যাচ দুটির শুরুর সময় বেলা ৩টা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর