সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আফগানিস্তান সিরিজেও দর্শক

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের প্রথমপর্ব ছিল দর্শকশূন্য। এলিমিনেটর, কোয়ালিফাইয়ার্স ও ফাইনালে দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। ওমিক্রনের সংক্রমণ কমে যাওয়ায় বাংলাদেশ সরকার অনুমতি দেয় দর্শক ঢোকার। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে মাঠে দর্শক ঢুকবে। তবে কত দর্শক মাঠে ঢোকার অনুমতি দিবে, এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে বিসিবি চাইছে সিরিজে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি। গত নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। সেই সিরিজের পর করোনাভাইরাসের ওমিক্রনের প্রাদুর্ভাবে আবার বিধিনিষেধের কবলে পড়ে দেশ। এরপর দর্শকশূন্য হয়ে পড়ে মাঠ। বিপিএলে দর্শক মাঠে প্রবেশ করলেও টিকিটের কোনো মূল্য ছিল না। গতকাল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পনসরের নাম ঘোষণা করেছে বিসিবি। সিরিজ দুটির আনুষ্ঠানিক নাম ‘ইস্পাহানী বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ ২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।’ টিকেটের মূল্য সর্বোচ্চ ১০০০ ও সর্বনিম্ন ১৫০ টাকা রাখা হয়েছে। আজ সকাল ৯টা থেকে টিকেট বিক্রি হবে।

সর্বশেষ খবর