সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মার্চে আসছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

সব কিছু ঠিক থাকলে সামনের মার্চে আর্জেন্টিনা দল ঢাকায় আসবে। তবে ফুটবল নয় খেলতে আসবে কাবাডি দল। ৫-১৮ মার্চ পর্যন্ত ঢাকায় কাবাডি স্টেডিয়ামে বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির এ আসর। আর্জেন্টিনাসহ ১২টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দেশগুলো  হলো- নেপাল, শ্রীলঙ্কা, ইরান, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, পোল্যান্ড, আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইংল্যান্ড, ইরাক ও মিসর। ইতোমধ্যে কয়েকটি দেশ টুর্নামেন্ট খেলতে রাজি হয়েছে। এর অন্যতম হচ্ছে আর্জেন্টিনা। মালয়েশিয়ার অংশগ্রহণের ইচ্ছা থাকলেও সরকার এখনো এ ব্যাপারে অনুমতি দেয়নি। এছাড়া জাপান ও থাইল্যান্ডকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্রাণঘাতী করোনার কারণে দুটি দেশ খেলতে আসবে না। তা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা চাচ্ছি জাতির জনকের নামকরণে টুর্নামেন্টটি জাঁকজমক করে তুলতে। বঙ্গবন্ধু কাপ সামনে রেখে আগামী ২৪ ফেব্রুয়ারি আন্তমন্ত্রণালয়ের সভা হবে।

সর্বশেষ খবর