মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

অবামেয়াঙে ছন্দে ফিরল বার্সা

অবামেয়াঙে ছন্দে ফিরল বার্সা

গত জানুয়ারির দলবদলে আর্সেনাল থেকে গ্যাবনের ফুটবলার পিয়েরে এমেরিক অবামেয়াঙকে দলে নেয় বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা ও ইউরোপা লিগে খেলতে নেমে প্রথম তিন ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। তবে বার্সেলোনার জার্সিতে চতুর্থ ম্যাচ খেলতে নেমেই নিজেকে চেনালেন অবামেয়াঙ। ভ্যালেন্সিয়ার মাঠে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে জেতালেন ৪-১ ব্যবধানে। অবামেয়াঙ ম্যাজিকে ছন্দে ফিরল বার্সেলোনাও।

লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকেই ধুঁকছিল বার্সেলোনা। লিগে পয়েন্ট তালিকায় অনেকটা নিচের দিকে চলে গিয়েছিল তারা। তবে জাভি হার্নান্দেজ কোচ হিসেবে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় তারা। ভ্যালেন্সিয়া ম্যাচের আগে অ্যাটলেটিকো মাদ্রিদকেও হারিয়েছে কাতালানরা। রবিবার অবামেয়াঙ ম্যাচের ২৩, ৩৮ ও ৬৩তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়াও কাতালানদের পক্ষে ১টি গোল করেন ফ্রেঙ্কি ডি জঙ। ভ্যালেন্সিয়ার পক্ষে গোলটি করেন কার্লোস সোলার।

এ জয়ে ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার চার নম্বরে উঠে এলো বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পাঁচে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

সর্বশেষ খবর