শিরোনাম
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রতিপক্ষ রহমতগঞ্জ বলেই সতর্ক কিংস

ক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষ রহমতগঞ্জ বলেই সতর্ক কিংস

লিগে হ্যাটট্রিক শিরোপার মিশন। সেই রেকর্ড গড়তে বসুন্ধরা কিংস সেরা দলও গড়েছে। অথচ শুরু থেকেই দলটির চেনা ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রথম ম্যাচেই নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হার। এরপর দুই ম্যাচ জিতলেও কিংসের কিং রূপের দেখা মেলেনি। চতুর্থ ম্যাচে নিজেদের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারিনায় নেমেই রবসন রবিনহোরা হারানো ছন্দ খুঁজে পায়। পুলিশকে ৩-০ গোলে হারিয়ে চিন্তায় ঢাকা কিংসের ফুটবলাররা স্বস্তি ফিরে পান।

আজ কিংস বসুন্ধরায় হোম ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে লড়বে। তবে সব মিলিয়ে পেশাদার লিগে পঞ্চম ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। বিকাল তিনটায় প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ফেডারেশন কাপে রানার্সআপ হলেও লিগে তেমন সুবিধা করতে পারছে না প্রাচীনতম রহমতগঞ্জ। তারপরও হালকা করে দেখার উপায় নেই। কিংসের যে শক্তি তাতে সহজে জিতলেও অবাকের কিছু হবে না। তবুও জায়ান্ট কিলার বলে কথা। পেশাদার লিগে কখনো ভালো অবস্থানে না থাকলেও প্রতি মৌসুমে কোনো না কোনো বড় দলের পয়েন্ট কেড়ে নিচ্ছে। রবসনরা খুঁজে পেয়েছেন ছন্দ। আজ পুরো পয়েন্ট পেতে তা ধরে রাখতেই হবে।

সর্বশেষ খবর