মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভাষাসৈনিকদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বিশ্রামে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। হোটেলে বায়োবাবলে কাটিয়েছেন। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। বায়োবাবল বলে ক্রিকেটাররা কেউই হোটেল থেকে বের হননি। যাননি শহীদ মিনারে ফুল দিতেও। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাসরা ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম নিজের ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সব সেরা সন্তানদের প্রতি থাকল বিনম্র শ্রদ্ধা।’ উইকেটরক্ষক ব্যাটার লিটন ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘২১শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, সেই সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।’

সাবেক অধিনায়ক মুশফিক লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ একটি ছবিসহ সেখানে ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ ওয়ানডে বিশ্বকাপ খেলতে নারী ক্রিকেটাররা এখন নিউজিল্যান্ডে। সেখান থেকেই দলটির পেসার জাহানারা আলম পোস্ট দিয়ে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষা আমার অহংকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

 

সর্বশেষ খবর