মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্সের সব শেষ!

ক্রীড়া প্রতিবেদক

মতিঝিল পাড়ায় ক্যাসিনোকান্ডের পর থেকেই ওয়ান্ডারার্স ক্লাবে তালা ঝুলছে।  ক্লাব খুলে দিতে সংগঠকরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকে বসার চিন্তাভাবনা করছিলেন। কিন্তু এর ভিতর ওয়ান্ডারার্সের বড় সর্বনাশ হয়ে গেল।  নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাহী কমিটির এক সদস্য জানান, ক্লাবে এখন ভবন ছাড়া আর কিছুই নেই। মূল্যবান ট্রফি, ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র এমনকি দরজা ও জানালার কাচও কে বা কারা চুরি করে নিয়ে গেছে। ক্লাব বন্ধ থাকায় কোনো কর্মকর্তা ভিতরে ঢুকতে পারছে না। স্থানীয় লোকজন রহস্যজনক চুরির ঘটনা জানিয়েছেন। শুধু ওয়ান্ডারার্স নয় ক্যাসিনোকান্ডে যে সব ক্লাব বন্ধ সেখানে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এত বড় সর্বনাশ তারপর ওয়ান্ডারার্স ক্লাব কেন মামলা করেনি এটাও প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

 

সর্বশেষ খবর