শিরোনাম
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

‘সিনিয়ররা এ ম্যাচেই ভালো করবেন’

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেও টপ অর্ডারের ব্যাটিং নিয়ে ভাবনা থাকছেই। কেন না ঘরের মাঠে মাত্র ৪৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল টাইগারদের। ব্যাটিং কোচ হিসেবে জেমি সিডন্স দায়িত্ব নেওয়ার পর সেরা ব্যাটসম্যানদের এভাবে বিধ্বস্ত হওয়ার বিষয়টি ভাবাচ্ছে। তবে তিনি মনে করেন, দ্বিতীয় ম্যাচেই অন্য চিত্র দেখা যেতে পারে। সিডন্স বলেন, ‘সিনিয়ররাই বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা। আমার বিশ্বাস, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা যেকোনো সময় জ্বলে উঠবেন। হয়তো এ ম্যাচেই দেখা যেতে পারে।’

টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কিছু উদ্বিগ্ন হলেও তরুণ ক্রিকেটারদের ব্যাটিং নিয়ে তিনি উচ্ছ্বসিত। বিশেষ করে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের লড়াকু মানসিকতা নিয়ে করা ব্যাটিং তাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘আমরা জয় দিয়ে সিরিজ শুরু করেছি। এটা খুবই ভালো। শেষ দিকে বেশ সহজ হয়ে গিয়েছিল। ব্যাটিং কোচ হিসেবে আমি মনে করি, ৪৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলাটা আমার জন্য ভালো কিছু নয়। তারপরও আমরা আফিফ ও মিরাজের বড় জুটিতে আগেই খেলা শেষ করে দিয়েছি।’

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে বেশ কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল আফগানিস্তান। তবে সেই পরীক্ষায় বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। ক্রিকেট এমনই- জয়টাই শেষ কথা। তবে সিডন্স মনে করেন, ওয়ানডে বাংলাদেশের যে সামর্থ্য তাতে সিরিজ জয় করা কঠিন কিছু নয়। তিনি বলেন, ‘সিরিজের শুরুতেই আমরা দারুণ এক জয় পেয়েছি। আশা করছি আগামীকাল (আজ) সহজ জয় পাব।’

প্রথম চার পাণ্ডব সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ একসঙ্গে ফ্লপ। দেশের ক্রিকেটে এমন দিন খুব কমই এসেছে। দল হারুক না জিতুক পাণ্ডবদের কেউ না কেউ ঠিকই বড় ইনিংস খেলেছেন। তবে এমন ম্যাচে জয়ের পর তরুণদের আত্মবিশ্বাস বেড়ে গেছে।  

সর্বশেষ খবর