শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

৯ জন নিয়েও খেলা হবে

ক্রীড়া ডেস্ক

৯ জন নিয়েও খেলা হবে

জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাইপর্ব ভেসে গিয়েছিল ওমিক্রনের প্রাদুর্ভাবে। আসর মাঝপথে ভেস্তে যাওয়ায় প্রথমবারের মতো র‌্যাঙ্কিং সুবিধায় নারী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পায় বাংলাদেশ। মহিলা বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ মহিলা দল এখন নিউজিল্যান্ডে। ৪ মার্চ শুরু হবে ৮ দলের টুর্নামেন্ট। কিন্তু টুর্নামেন্টটি এখন শঙ্কায় পড়েছে। করোনাভাইরাস ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়েছে নিউজিল্যান্ডে। ফলে আইসিসি নড়েচড়ে বসেছে। বিশ্বকাপ যে কোনোভাবেই শেষ করতে মরিয়া আইসিসি পরিবর্তন এনেছে প্লেয়িং কন্ডিশনে। ওমিক্রনের সংক্রমণে ৯ জন খেলোয়াড় সুস্থ থাকলেই মাঠে নেমে পড়তে পারবে যেকোনো দল। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি, ‘চলমান এ অবস্থায় প্রয়োজনে আমরা ৯ জন ক্রিকেটার নিয়ে যে কোনো দলকে মাঠে নামার অনুমতি দেব। যদিও দলটির ম্যানেজমেন্টেও নারী থাকে, বিকল্প হিসেবে তাদের মধ্যে ২জনকে খেলার অনুমতি দিব। তবে ওই দুজন ব্যাটিং ও বোলিং করতে পারবেন না। এই অনুমিত দেওয়া হবে শুধুমাত্র ম্যাচ চালিয়ে নেওয়ার যাওয়ার জন্য।’ সফরসঙ্গী হিসেবে প্রতিটি দলে ৩ জনকে অনুমতি এরই মধ্যে দেওয়া হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর