রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

যুদ্ধ বন্ধের দাবি ক্রীড়াবিদদের

ক্রীড়া ডেস্ক

যুদ্ধ বন্ধের দাবি ক্রীড়াবিদদের

রাশিয়া ইউক্রেনে সামরিক যুদ্ধ শুরু করেছে দিন কয়েক হয়ে গেল। বিশ্বজুড়ে অনেক দেশই এই যুদ্ধের সরাসরি প্রতিবাদ জানিয়েছে। ক্রীড়াঙ্গনের তারকারাও ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কঠোর প্রতিবাদ জানিয়েছেন। ফিফা, বার্সেলোনা, ম্যানইউসহ বড় বড় ক্লাব, তারকা খেলোয়াড়ররা ইউক্রেনে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। যুদ্ধের প্রভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ইউক্রেনের ফুটবল লিগ। রবার্ট লেবাডস্কিরা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রাশিয়ায় খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

বার্সেলোনা গত বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে ‘স্টপ ওয়ার’ লেখা বিশাল এক ব্যানার তুলে ধরে প্রতিবাদ জানিয়েছে। আটলান্টার ইউক্রেনিয়ান ফুটবলার রুসলান ইউরোপা লিগের ম্যাচে গোল করার পর জার্সির নিচে পড়ে থাকা টি শার্টে ‘নো ওয়ার ইন ইউক্রেন’ লেখা তুলে ধরেন ক্যামেরার সামনে। স্লাভিয়া প্রাগ নিজেদের জার্সির ওপরে ‘উই স্ট্যান্ড উইথ ইউক্রেন’ লিখে ইউরোপা লিগের ম্যাচ খেলতে নামে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো এক বক্তব্যে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়া আক্রমণ করায় ফিফার পক্ষ থেকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি।’ আলোচনার মাধ্যমে শান্তি অর্জন করার আহ্বান জানান ফিফা সভাপতি। রাশিয়ার আক্রমণের তীব্র নিন্দা করেছে জার্মান ফুটবল লিগও।

ইউক্রেনে যুদ্ধ শুরু করায় ম্যানচেস্টার ইউনাইটেড রাশিয়ান স্পন্সর অ্যারোফ্লোটসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, ইউক্রেনের ঘটনার প্রেক্ষিতে আমরা অ্যারোফ্লোটসের পৃষ্ঠপোষকতার অধিকার প্রত্যাহার করে নিচ্ছি।’ উয়েফা এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে প্যারিসে নিয়ে এসেছে। কেবল ফুটবলই নয়, অন্যান্য খেলার জগতেও বড় ধরনের প্রভাব ফেলেছে ইউক্রেন যুদ্ধ। সোচিতে সামনের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সও বাতিল করেছে এফ১ কর্তৃপক্ষ। বায়ার্ন মিউনিখ ইউরো বাস্কেটবল লিগের ম্যাচ বাতিল করেছে সিএসকেএ মস্কোর সঙ্গে। পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্র বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রাশিয়া থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে ফিফার কাছে। জার্মান ক্লাব শালকে নিজেদের জার্সি থেকে তাদের রুশ স্পন্সর গ্যাজপ্রোমের লোগো তুলে দিয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) কঠোর প্রতিবাদ জানিয়েছে যুদ্ধের। এক প্রতিবাদলিপিতে জানানো হয়েছে, রাশিয়ান সরকার অলিম্পিক চুক্তি ভঙ্গ করায় তাদের প্রতি তীব্র নিন্দা জানায় আইওসি।

সর্বশেষ খবর