মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ডার্বিতে কিংসের জয়

বসুন্ধরা কিংস ১ : ০ শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস অ্যারিনায় অপরাজিত থাকল অস্কার ব্রুজোনের দল। গতকাল নিজেদের মাঠে বসুন্ধরা ডার্বিতে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে খেললেও খাতাকলমে ম্যাচটা ছিল অ্যাওয়ে। শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যুও বসুন্ধরা কিংস অ্যারিনা। ম্যাচটা ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো জয়সূচক গোলটি করেন।

বসুন্ধরা কিংস অ্যারিনায় তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ল অস্কারের দল। পুলিশ এফসিকে ৩-০ গোলে হারিয়ে এই মাঠে যাত্রা করে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর রহমতগঞ্জকে হারায় ৩-২ ব্যবধানে। গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রকেও হারাল তারা। গতকালের জয়ে লিগে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ১৩ পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান করছে। আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে আবাহনী লিমিটেড পয়েন্ট হারালে লিগের শীর্ষে টিকে থাকবে বসুন্ধরা কিংস।

আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ম্যাচের ৮৩তম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ডি বক্সের ভিতরে শেখ রাসেলের ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী কিংসের রবসনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে সহজেই গোল করেন রবসন রবিনহো। গোলরক্ষক রানা বলের লাইন বুঝতে না পেরে উল্টো দিকে ঝাঁপ দেন। লিগে পঞ্চম গোল করলেন রবসন। ছয় গোল নিয়ে গোলদাতার তালিকায় লিগে শীর্ষে আছেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার পিটার। রবসনের সমান পাঁচ গোল করেছেন আবাহনী লিমিটেডের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন ও মোহামেডানের সুলেমান দিয়াবাতে।

চলতি মৌসুমে ইনজুরির কারণে বসুন্ধরা কিংস অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তপু বর্মণ নেই স্বাধীনতা কাপে ইনজুরির পর থেকে। জনাথন ফার্নান্দেজ ইনজুরির কারণে দল ছেড়েই চলে যাচ্ছেন। খালেদ শাফিও নেই দুই ম্যাচ ধরে। প্রবাসী ফুটবলার তারিক কাজীও ইনজুরিতে। গতকাল ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনের সঙ্গে দেখা হতেই বলে উঠলেন, ‘খুব কঠিন সময় যাচ্ছে।’ তবে বসুন্ধরা কিংসের সাইড বেঞ্চ ভালো থাকায় এখনো জয়রথ ছুটছে কিংসের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর