বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

টি-২০ চ্যালেঞ্জ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ চ্যালেঞ্জ শুরু আজ

২০২১ সাল দারুণ কেটেছে বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের। ঘরের মাঠে হারিয়েছে দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। দেশের বাইরে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাসে অংশ নেয় টি-২০ বিশ্বকাপে। প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনি হারালেও হেরে যায় স্কটল্যান্ডের কাছে। সুপার টুয়েলভে টানা ৫ ম্যাচ হারের লজ্জাজনক পারফরম্যান্স ছিল মাহমুদুল্লাহদের। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার ধাক্কা সামলাতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হয় টাইগাররা। বছর শেষ করে হোয়াইটওয়াশের লজ্জায়। নতুন বছরে টেস্ট ও ওয়ানডে খেলেছে এরমধ্যেই। আজই প্রথম টি-২০ ম্যাচ খেলবে। টানা ৮ হারের ধাক্কা সামলে জয়ের ট্রাকে ফিরতে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। দুই ম্যাচ টি-২০ সিরিজের পরেরটি ৫ মার্চ। ম্যাচ দুটির ভেন্যু মিরপুর স্টেডিয়াম এবং শুরু বেলা ৩টায়। টানা হারের ধাক্কা সামলে আজ জয়ের জন্য মাঠে নামবে মাহমুদুল্লাহ বাহিনী, বলেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ‘আশাতো অবশ্যই জেতার। আমি সবসময় বলি, টি-২০ ফরম্যাট এমন একটি ফরম্যাট, যে কোনো দিন যে কোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা কালকের (আজকের) ম্যাচেই ফোকাস করছি। আমাদের শুরুটা নিয়ে আমরা ফোকাস করছি।’

রশিদ খান, মুজিব উর রহমানের স্পিন সামলে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জিতে নেয় তামিম বাহিনী। সেই উচ্ছ্বাস নিয়ে মাহমুদুল্লাহ বাহিনী খেলবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানের। আফগানিস্তান এগিয়ে পরিসংখ্যানেও। ৬ ম্যাচে ৪ জয় আফগানিস্তান এবং বাংলাদেশ জিতেছে ২টি। দুই দলের সর্বশেষ লড়াইয়ে টাইগাররা জিতেছিল ৪ উইকেটে। তিন জাতির টুর্নামেন্টের প্রথমটি হেরেছিলেন মাহমুদুল্লাহরা। দুই দল প্রথম ম্যাচ খেলেছিল ২০১৪ সালের ১৬ মার্চ। সাকিবের বিধ্বংসী বোলিংয়ে টাইগাররা ৯ উইকেটে জিতেছিল। আট বছর আগে টাইগার একাদশের চার ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ খেলছেন চলতি সিরিজে। ২০১৮ সালে ভারতের দেহরাদুনে দুই দেশ খেলেছিল ৩ ম্যাচের টি-২০ সিরিজ। আফগানিস্তান জিতেছিল ৩-০ ব্যবধানে।

নতুন বছরের প্রথম টি-২০ ম্যাচ। মুশফিকের আবার মাইলফলকেরও ম্যাচ। আজ মাঠে নামলেই দেশের দ্বিতীয় এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ১০০ টি-২০ ম্যাচ খেলার কৃতিত্ব দেখাবেন মুশফিক। টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ খেলেছেন ১১৩ ম্যাচ। সবচেয়ে বেশি ১২৫ ম্যাচ খেলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহকে হাতছানি দিচ্ছে একটি রেকর্ড। মাত্র ২৯ রান করলে প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে ২০০০ রানের মাইলফলক গড়বেন। ১১৩ ম্যাচের ১০৫ ইনিংসে মাহমুদুল্লাহর রান ১৯৭১। মাইলফলক হাতছানি দিলেও ছন্দে নেই তিনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৭৯ বলে বাউন্ডারি মেরেছেন মাত্র একটি। টি-২০ বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপ্ন্ডেক্ষ হাফসেঞ্চুরির পর বড় কোনো স্কোর নেই তার ব্যাটে। নিজের পারফরম্যান্স নিয়ে মাহমুদুল্লাহ গতকাল একটু রাগান্বিত স্বরেই বলেন, ‘আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার কোনো সংশয় আছে, আমার অবস্থান নিয়ে? না, আলহামদুলিল্লাহ আমার পজিশন নিয়ে কোনো সংশয় নেই। আমার মনে হয় আমি রাইট ট্রাকে আছি। আমি আসলে ভালো কিছু বল চাই। ইনশাল্লাহ আমি দ্রুতই রাইট ট্রাকে ফিরব। আমি চেষ্টা করব আমার কাজগুলো করতে।’ শুধু তাই নয়, ছন্দে ফিরতে মরিয়া টাইগার অধিনায়ক প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে চাইছেন, ‘আমি চেষ্টা করব প্রথম বল থেকেই চার-ছক্কা মারতে।’ মিরপুরে দুই দল এটা তৃতীয়বার মুখোমুখি হবে পরস্পরের। ওয়ানডে সিরিজের মতো টি-২০ সিরিজেও উইকেটে ঘাস থাকছে, ‘আশা করি স্পোর্টিং উইকেট হবে। বোলারদের পাশাপাশি ব্যাটাররাও সুবিধা পাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর