বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

জামালের দুঃখ প্রকাশ ও কিছু কথা!

ক্রীড়া প্রতিবেদক

সাইফ স্পোর্টিং ও শেখ রাসেলের ম্যাচ ঘিরে রেফারিংয়ে ক্ষোভ প্রকাশ করে সাইফ টিম ম্যানেজমেন্ট। ম্যাচে শেখ রাসেল জয়ী হয়। তবে রেফারি নিরপেক্ষ ছিলেন না বলে ফেডারেশনের কাছে অভিযোগও করে সাইফ। এমন কি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও বলেছিলেন, রেফারিং নিয়ে তিনিও সন্তুষ্ট নন। এমন কী এটাও বলেন, সাইফ ভুল রেফারিংয়ের শিকার। অথচ দুঃখ প্রকাশ করলেন সাইফ অধিনায়ক জামাল ভূঁইয়া। রেফারিং নিয়ে জামাল কিন্তু একটা মন্তব্য করেন। যা রেফারিদের পছন্দ হয়নি বলে তারা জানিয়ে দেয় জামাল খেললে তারা মাঠে থাকবে না।

জামাল শুধু অধিনায়ক নন, দলের নির্ভরযোগ্য খেলোয়াড়। সুতরাং তিনি তো মাঠে নামবেনই। রেফারিদের এমন সিদ্ধান্ত অনেকে মানতে না পারলেও জামাল দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি কাউকে আঘাত দেওয়ার মন্তব্য করিনি। তবুও দুঃখ প্রকাশ করছি।

সর্বশেষ খবর