বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

টি-২০তে দর্শকে পূর্ণ থাকবে গ্যালারি

ক্রীড়া প্রতিবেদক

দর্শক ফিরেছে মাঠে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দর্শক ফিরেছে নির্দিষ্ট সংখ্যক। আজ শুরু আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজ। মিরপুর স্টেডিয়ামের গ্যালারি ভরা থাকবে দর্শকে। গ্যালারি পূর্ণ থাকার বিষয় নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, ‘সরকারি বিধিনিষেধ উঠে গেছে। কভিড শনাক্তের হারও অনেক কমে গেছে। আমাদের মনে হয়েছে, পুরো গ্যালারিতে দর্শক এখন ফেরাতে পারি আমরা। আশা করি, আগের মতোই আবার প্রাণ ফিরবে গ্যালারিতে। আমাদের ক্রিকেটাররাও উজ্জীবিত হবে মাঠে দর্শক সমর্থন পেয়ে।’ আজ ও শনিবারের দুই টি-২০ ম্যাচ শুরু হবে বেলা ৩টায়। প্রতিটি ম্যাচে ন্যূনতম ১০ হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা করছে বিসিবি। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রয় হবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা এবং খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারিতে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড বা ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা। করোনাভাইরাসের জন্য দর্শকশূন্য মাঠে খেলা হতো। কভিড সংক্রমণ কমে গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছিল। পরে ওমিক্রণ সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ অনুষ্ঠিত হয়। বিপিএলের এলিমিনেটর, কোয়ালিফাই ও ফাইনাল ম্যাচে পুনরায় দর্শক প্রবেশের অনুমতি দেয় বিসিবি।

সর্বশেষ খবর