সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

শিরোপার দৌড়ে শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

শিরোপার দৌড়ে শেখ জামাল

পেশাদার লিগের শিরোপা এখনো অনেক দূর। ১২ ক্লাবের ৭টি করে ম্যাচ চলছে। এ অবস্থায় একটা আভাস অবশ্য পাওয়া যাচ্ছে। তা হলো দেশের ফুটবলে মর্যাদাকর এ আসরে শিরোপা রেসে কারা টিকে থাকতে পারে। বসুন্ধরা কিংস হ্যাটট্রিক মিশনে ভালোই খেলছে। ঢাকা আবাহনী হারানো ট্রফি ফিরে পেতে লড়ছে। অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এখন পর্যন্ত অপরাজিত থেকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পরবর্তীতে অনেক কিছুই ঘটতে পারে। আপাতত এ তিন ক্লাব ভালোভাবে শিরোপা দৌড়ে আছে। শেখ জামাল লাকি সেভেনে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। গতকাল মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। অধিনায়ক সোলেমান কিং দুটি গোল করেন। আগের ম্যাচে বন্দর নগরীর দলটি ঢাকা আবাহনীকে হারিয়ে লিগ জমিয়ে তোলে। শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী দু’দলই অপরাজিত ছিল। এখন লিগে একমাত্র হার না মানা দল তিনবার লিগ জয়ী শেখ জামাল। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর ১২।

সোলেমান কিং দীর্ঘদিন আস্থার সঙ্গে শেখ জামালে খেলছেন। বন্দর নগরীর দলকে হারানোর নায়ক তিনিই। ২৯ ও ৬৮ মিনিটে দুর্দান্ত দুটি গোল করেন। এ নিয়ে এবার লিগে তার গোল সংখ্যা দাঁড়াল ছয়ে। ৮৩ মিনিটে থ্যাঙ্কগর্ড ব্যবধান কমান। আট গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা আসনে তিনিই বসে আছেন। এদিকে শেখ রাসেল ক্রীড়াচক্র আবারও হার মেনেছে। তাও আবার অবিশ্বাস্যভাবে। মাত্র ১১ মিনিটের মাথায় আইজার আকমাতভ ও ইসমাইলের গোলে ব্যবধান ২-০ করলেও শেষ পর্যন্ত উত্তর বারিধারার কাছে ৩-২ গোলে হেরে যায়। ফজিলভ ৩৯ ও ৪০ এবং ৯৩ মিনিটে সুজন গোল করে বারিধারাকে জয় এনে দেন। সিলেট জেলা স্টেডিয়ামে পিছিয়ে থেকেও ঢাকা আবাহনী ২-১ গোলে হারায় সাইফকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর