সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইনিংস ব্যবধানে জিতল ভারত

ক্রীড়া ডেস্ক

ইনিংস ব্যবধানে জিতল ভারত

রবীন্দ্র জাদেজা

দুই দিন হাতে রেখেই মোহালি টেস্ট ভারত জিতেছে ইনিংস ব্যবধানে। স্বাগতিকদের ইনিংস ও ২২২ রানে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অধিনায়ক রোহিত শর্মার অভিষেক হয়েছে এই জয়ে। একটি মাত্র উইকেটের জন্য ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান, ইমরান খান ও ইয়ান বোথামের পাশে নাম লেখাতে পারেননি জাদেজা। তিন অলরাউন্ডার একই টেস্টে তিন সেঞ্চুরির পাশাপাশি ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছেন। জাদেজা ১৭৫ রান ছাড়াও উইকেট নিয়েছেন ৯টি। তার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ভারত ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। জাদেজা অপরাজিত ছিলেন ১৭৫ রানে। জবাবে বাঁ হাতি স্পিনারের ঘূর্ণিতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৪ রানে। জাদেজা ৫ উইকেট নেন ৪১ রানের খরচে। ৪০০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ছিল ১৭৮ রান। ম্যাচসেরা জাদেজা ৪ উইকেট নেন ৪৬ রানের খরচে। অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৪টি এবং প্রথম ইনিংসে নেন ২টি। সব মিলিয়ে অশ্বিনের উইকেট সংখ্যা এখন ৪৩৬টি। ভারতের বোলারদের মধ্যে অশ্বিন এখন দুইয়ে। ৬১৯ উইকেট নিয়ে সবার উপরে অনিল কুম্বলে।

সর্বশেষ খবর