শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাতে গেলেন তামিমরা

ক্রীড়া প্রতিবেদক

রাতে গেলেন তামিমরা

মানসিক ও শারীরিক অবসাদ পেয়ে বসেছে সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিট নন বলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক। বিসিবিও অনুরোধে সাড়া দিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত ব্রিশাম দিয়েছে সাকিবকে। আফ্রিকা সফর থেকে সরে দাঁড়ানোয় ভীষণভাবে সমালোচিত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তারপরও তার পাশে রয়েছে বিসিবি। শুধু তাই নয়, টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতেই রয়েছেন তিনি। তাকে ছাড়া গতকাল ৩ ওয়ানডে খেলতে দুই ধাপে ঢাকা ছেড়েছে ওয়ানডে দল। আজ ২ টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছাড়ছে মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট দল। গতকাল টাইগারদের প্রথম দল সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়েছে।  দ্বিতীয় দল ঢাকা ছেড়েছে রাত ১১টায়। টেস্ট দল কাতার এয়ারওয়েজে জোহানেসবার্গে পৌঁছে অনুশীলন করবে গ্যারি কার্স্টেন একাডেমিতে।

টাইগাররা চতুর্থবারের মতো দক্ষিণ আফ্রিকা সফর করছে। এবারই প্রথম মুমিনুলরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবেন আফ্রিকায়। সর্বশেষ টাইগাররা আফ্রিকা সফর করেছিল ২০১৭ সালে। সেবার হোয়াইটওয়াশ হয়েছিল টেস্ট ও ওয়ানডে সিরিজে। চলতি সফরে তামিম বাহিনী ওয়ানডে তিনটি খেলবে যথাক্রমে ১৮ মার্চ সেঞ্চুরিয়ান, ২০ মার্চ জোহানেসবার্গ ও ২৩ মার্চ সেঞ্চুরিয়ানে। এরপর ৩০ মার্চ-৩ এপ্রিল ডারবানে প্রথম টেস্ট ও ৭-১১ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে পোর্ট এলিজাবেথে। প্রোটিয়াসদের বিপক্ষে এখন পর্যন্ত ১২ টেস্ট খেলেছে টাইগাররা। দুটিতে ড্র ২০১৫ সালে ঘরের মাঠে। আফ্রিকার মাটিতে ২০০২-০৩, ২০০৮-০৯ ও ২০১৭-১৮ মৌসুমে তিন সিরিজের ৬ ম্যাচের সবগুলোতেই হেরেছে। দেশটিতে ৯ ওয়ানডে খেলে হার সবগুলোতে। প্রোটিয়াসদের বিপক্ষে জয় মাত্র ৪টি। দুটি বিশ্বকাপে, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রোভিডেন্সে ও ২০১৯ সালে ইংল্যান্ডের ওভালে। বাকি দুটি জয় ২০১৫ সালে চট্টগ্রাম ও মিরপুরে।

ওয়ার্ল্ড কাপ সুপার লিগে ১০ জয়ে বাংলাদেশের পয়েন্ট ১০০। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে একমাত্র জয় জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

 

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

 

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।

সর্বশেষ খবর