শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

ইন্দোনেশিয়ার জালে বাংলাদেশের ৭ গোল

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়ার জালে বাংলাদেশের ৭ গোল

এশিয়া কাপ হকির বাছাইপর্ব হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ছেলেদের এএইচএফ কাপ। শীর্ষ তিন দল এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পাবে। এ টুর্নামেন্টে গত তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ গতকাল নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৭-২ গোলে। বাংলাদেশের পক্ষে খোরশেদুর রহমান দুটি এবং একটি করে গোল করেন আরশাদ হোসেন, সবুজ, খিসা, রাসেল ও রোমান। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে ইরান ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। সেমিফাইনাল খেলার জন্য পাঁচ দলের গ্রুপে শীর্ষ দুইয়ে থাকতে হবে । বাংলাদেশের পরে খেলা ১৪ মার্চ সিঙ্গাপুর, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ ওমানের বিপক্ষে।

প্রথম ম্যাচ জিতে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। দুইয়ে আছে ইরান। আর দুই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। গতকাল এ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কা ৫-০ গোলে উজবেকিস্তানকে এবং কাজাখস্তান ৬-০ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে।

সর্বশেষ খবর