শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

গোলাপি বলের টেস্ট শুরু বেঙ্গালুরুতে

ক্রীড়া ডেস্ক

মোহালি টেস্ট তিন দিনেই জিতে নিয়েছে ভারত। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার দুর্দান্ত পারফরম্যান্সে ইনিংস ও ২২২ রানে জিতেছিল স্বাগতিকরা। আজ বেঙ্গালুরুতে শুরু হচ্ছে গোলাপি বলের টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই টেস্ট ম্যাচের শেষটিতে রোহিত শর্মার দল সুস্থ। ইনজুরিমুক্ত থেকেই তারা মাঠে নামবেন। তবে বিপদে আছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে তারা নিজেদের সেরা কয়েকজনকে পাচ্ছে না বেঙ্গালুরুতে। গোলাপি বলের টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে সফরকারী দলটি। পিঠের চোটের জন্য এ টেস্ট থেকে ছিটকে পড়েছেন দলটির টপ অর্ডার ব্যাটার পাথুম নিশাঙ্কা। গোড়ালির চোট সেরে না ওঠায় খেলবেন না দুশমন্থ চামিরাও। মোহালিতে দারুণ ব্যাটিং করেন নিশাঙ্কা। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬১ রান করেছিলেন। দলটির দুই ইনিংসে এটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাওয়া যাচ্ছে না লাহিরু থিরিমানেকেও। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে লাহিরুর। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন। পরে ব্যাটিং করলেও বোলিং করেননি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে ৭৭.৭৭ শতাংশ ম্যাচ জিতে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৬৬.৬৬ শতাংশ ম্যাচ জিতে পাকিস্তান আছে দুই নম্বরে। ভারতের অবস্থান পাঁচ নম্বরে। তারা ৫৪.১৬ শতাংশ ম্যাচ জয় করেছে। ১১ ম্যাচ খেলে জয় পেয়েছে পাঁচটিতে।

সর্বশেষ খবর