রবিবার, ১৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

ব্রাজিল স্কোয়াডে ফিরলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল স্কোয়াডে ফিরলেন নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিতে। তাতে ফিরেছেন নেইমার। স্কোয়াডের দুজন ফুটবলার ওয়েভেরতন (পালমেইরাস) ও গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো) ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবল লিগে খেলছেন। দলের মূল তারকা নেইমারকে নেওয়ার মূল কারণ তিনি এখন সুস্থ। দুই মাস ধরে ইনজুরিতে ভোগার পর সুস্থ হয়ে ফিরেছেন নেইমার। খেলছেন প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজিতে)। এবার ফিরলেন জাতীয় দলে। চলতি মাসে কাতার বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে। ২৪ মার্চ চিলি ও ৩০ মার্চ বলিভিয়ার বিপক্ষে ম্যাচ। নেইমার ফিরলেও বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটিতে খেলা গ্যাব্রিয়েল জেসুস ও জুভেন্টাসের আলেক্স সান্দ্রো। নেইমার গোড়ালিতে ব্যথা পান ২৮ নভেম্বর লিগ ওয়ানে। দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে সবার উপরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুইয়ে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৫ ম্যাচে ৩৫।

ব্রাজিল স্কোয়াড : আলিসন (লিভারপুল), অ্যাডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস),  দানিলো (জুভেন্টাস) দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (অ্যাথলেটিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (জুভেন্টাস), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনিয়ো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), অ্যান্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), রিশার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রড্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) ও গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।

সর্বশেষ খবর