সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি আজ

ফুটবলে বিদেশের মাটিতে গোলের দেখা মেলাটা কঠিন হয়ে পড়েছে। তবে হকি সেক্ষেত্রে পুরো ভিন্ন চিত্র উপহার দিয়েছে। এএইচএফ কাপে সূচনা ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে। শুরুতে বড় জয় পাওয়ায় উজ্জীবিত সারোয়াররা। আজ ‘বি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে সিঙ্গাপুর। বিকাল পৌনে ৪ টায় ম্যাচটি শুরু হবে। শক্তির বিচারে বাংলাদেশ ফেবারিট। তবুও সিঙ্গাপুরকে যোগ্য দলই বলছেন অধিনায়ক সারোয়ার হোসেন। তিনি বলেন, মাঠে কেউ হারতে নামে না। সিঙ্গাপুরও জেতার জন্য মরিয়া হয়ে লড়বে। আমাদের সেরাটা দিতেই হবে। হকিতে যে কোনো সময়ে যে কেউ গোল করতে পারে।

সারোয়ার বলেন, শক্তি বা দুর্বল প্রতিপক্ষ হোক প্রথম ম্যাচের গুরুত্ব অনেক। আমরা ভালোভাবেই জিতেছি। এখন জয়ের ধারা ধরে রাখতে হবে। টুর্নামেন্টে শীর্ষ তিন দল এশিয়া কাপ খেলবে। চীন নাম প্রত্যাহার করায় বাংলাদেশ ও ওমানের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউছুফ বলেন, এএইচএফ কাপে আগেও চ্যাম্পিয়ন হয়েছি এবারও সেরা হয়ে এশিয়া কাপে খেলতে চাই।

সর্বশেষ খবর