সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়লেন ওসাকা

কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়লেন ওসাকা

কাঁদতে কাঁদতে ইন্ডিয়ান ওয়েলসের কোর্ট ছাড়লেন বর্ণবাদী আচরণের শিকার জাপানি মেয়ে নাওমি ওসাকা। গতকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি রাশিয়ার মেয়ে ভেরোনিকা কুদারমেতোভার কাছে ৬-০, ৬-৪ গেমে হেরেছেন। তবে প্রথম সেটে খেলার সময় গ্যালারি থেকে দর্শকদের একজন ওসাকাকে গালি দিয়ে বলে উঠেন, ‘নাওমি, ইউ সাক’। এই গালি শোনার পর থেকেই আর মনোযোগী হতে পারেননি তিনি। ম্যাচের পর কথা বলতে এসে কান্নায় ভেঙে পড়েন ওসাকা। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি খুবই মর্মাহত হয়েছি। এর আগে আমি কখনোই এতটা আঘাত পাইনি। তবে আমি ভিডিওতে দেখেছি ভেনাস আর সেরেনাকেও এই ধরনের বাজে মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে।’ সেই ভিডিওগুলো সবাইকে দেখার অনুরোধ জানান ওসাকা। এরপর কাঁদতে কাঁদতেই কোর্ট ছেড়ে যান তিনি। বর্ণবাদী আচরণের প্রতিবাদে নাওমি ওসাকা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে বিভিন্ন স্লোগান লেখা মাস্ক পড়ে সংবাদ সম্মেলন করতেন। এবার তিনি নিজেই বর্ণবাদের শিকার হলেন।

সর্বশেষ খবর