মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপে মেয়েদের প্রথম জয়

নারী ক্রিকেটে নতুন ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে মেয়েদের প্রথম জয়

১৯৯৯-২০২২; সময়ের ব্যবধান ২৩ বছর। বছর দুটি বাংলাদেশের সোনালি ইতিহাসে লেখা উজ্জ্বল দুটি সংখ্যা। ১৯৯৯ সালে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়। ২০২২ সালে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলে বাংলাদেশের ক্রিকেট দল। ২৩ বছর আগে ইংল্যান্ডের নর্দাম্পটনে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলেন আকরাম খানরা। গতকাল নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ফারজানারা হারিয়েছেন পাকিস্তানকে। নর্দাম্পটনে টাইগাররা জিতেছিল ৬২ রানে। হ্যামিল্টনের সিডন পার্কে মহিলা দল ঐতিহাসিক জয়ের ম্যাচটি জিতেছে ৯ রানে। বিশ্বকাপে অংশ নেওয়ার আগে নিগার বাহিনীর টার্গেট ছিল দুটি দল- দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। প্রোটিয়াস নারীদের বিপক্ষে লড়াই করে ৩২ রানে হেরে যায়। হ্যামিল্টনে চাপের মুখে থেকে লেগ স্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণি জাদুতে তুলে নেয় ঐতিহসিক জয়।

হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ব্যাট করে ৫০ ওভারে ২৩৪ রান তোলেন ফারজানারা। যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। আগের সর্বোচ্চ স্কোরও ছিল পাকিস্তানের বিপক্ষে। ২০১৯ সালে লাহোরে ৪৯.৫ ওভারে ৯ উইকেটে ২১১ রান করেছিল। মহিলা ক্রিকেট দল ওয়ানডেতে ২০০’র উপর স্কোর করেছে মোট ৬ বার। তিনবারই পাকিস্তানের বিপক্ষে। গত বছর হারারেতে বিশ্বকাপ বাছাইপর্বে ৪৯.৪ ওভারে ৭ উইকেটে ২০২ রান করেছিল নিগার বাহিনী। এছাড়া বাকি তিনবারের একবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ২১০, ভারতের বিপক্ষে ৯ উইকেটে ২১০ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে ২০৬ রান। গতকাল দারুণ ব্যাটিং করেছেন ফারজানা। বিশ্বকাপে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫২ রানের পর গতকাল খেলেন ৭১ রান। ১১৫ বলের ইনিংসটিতে ৫টি চার ছিল। ওপেনার শারমিন সুলতানা ৪৪ রান করেন ৫৫ বলে ৬ চারে এবং অধিনায়ক নিগার ৪৬ রান করেন ৬৪ বলে ১ চারে।

সর্বশেষ খবর