মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিন্টু

ক্রীড়া প্রতিবেদক

নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিন্টু

জুলফিকার মাহামুদ মিন্টু। এক সময় আবাহনী লিমিটেডের তারকা ফুটবলার ছিলেন। ফুটবল ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে আসেন ২০১২-১৩ মৌসুমে আবাহনীতেই সহকারী কোচ হিসেবে। এরপর শেখ রাসেল ও শেখ জামালের সহকারী কোচ হিসেবে কাজ করেন। চট্টগ্রাম আবাহনীতে তিন বছর কাজ করেছেন। এর মধ্যে দুই মৌসুম ছিলেন হেড কোচের ভূমিকায়। সাইফের কিছুদিন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছেন। এবার শেখ রাসেল ক্রীড়া চক্রে সহকারী কোচ থেকে হেড কোচের দায়িত্ব পেলেন মিন্টু। সাইফুল বারী টিটোর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

নতুন দায়িত্ব নিয়েই কঠিন চ্যালেঞ্জে জয়ী হওয়ার ব্রত নিয়েছেন মিন্টু। তিনি বলেন, ‘একজন কোচ হিসেবে সব সময়ই আমাকে প্রস্তুত থাকতে হয়। কঠিন এই চ্যালেঞ্জের জন্যও আমি প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমাদের ক্লাবের চেয়ারম্যান আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন। ফুটবলার ও টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কথা বলেছেন। সবাইকে ইনসেনটিভ দিয়েছেন। মাঠে ফল আনতে পারলে সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে বলে জানিয়েছেন।’ শেখ রাসেল ক্রীড়া চক্র চলতি লিগে ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে। তবে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো অবস্থানে আসতে চায় দলটা। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর গতকাল ক্লাবের ফুটবলারদের যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন তাতে মুগ্ধ কোচ মিন্টু। তিনি বলেন, ‘আমি এর আগে কখনো এমনটা দেখিনি।’

সর্বশেষ খবর