মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ ০০:০০ টা

শামীমের তান্ডব

ক্রীড়া প্রতিবেদক

শামীমের তান্ডব

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে জাতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে চলছে জমজমাট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। একেবারেই যে জাতীয় দলের ক্রিকেটার নেই, তেমন নয়। টেস্ট ও ওয়ানডে দলের বাইরে থাকা ক্রিকেটাররা সেঞ্চুরি করছেন পাল্লা দিয়ে। গতকাল টি-২০ ক্রিকেটে ১০ ম্যাচ খেলা শামীম হোসেন পাটোয়ারী বলের সঙ্গে পাল্লা দিয়ে সেঞ্চুরি করেছেন। চলতি আসরের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন শামীম মাত্র ৬৩ বলে ১৩ চার ও ৪ ছক্কায়। বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচে আবাহনীর হয়ে শামীম ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৬৬ বলে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরের। ২০১৩-১৪ মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে ৪৬ বলে করেছিলেন সেঞ্চুরি। দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি মাশরাফি বিন মর্তুজার, ৫০ বলে, কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামালের বিপক্ষে করেছিলেন। ম্যাচে আবাহনী ৫ উইকেটে ৩০৯ রান তুলে ১১১ রানের বড় ব্যবধানে হারায় সিটি ক্লাবকে। বিকেএসপি-৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক ম্যাচে সেঞ্চুরি হয়েছে ২টি। রূপগঞ্জের পক্ষে রকিবুল হাসান ১২১ রান করেন। ৯১ রান করেন নাঈম হাসান। দুজনকে জবাব দিয়ে ১৩১ রানের ইনিংস খেলে প্রাইম ব্যাংককে ৪ উইকেটের জয় উপহার দেন শাহাদাত হোসেন। আরেক ম্যাচে গাজী গ্রুপ ৮৬ রানে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর