রবিবার, ২৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

তবুও জয়ের আশা কাবরেরার

মালদ্বীপের বিপক্ষে হারলেও ঘরের মাঠে মঙ্গোলিয়াকে হারাতে চান কাবরেরা।

ক্রীড়া প্রতিবেদক

বিদেশিদের মধ্যে খুব কম কোচই আছেন যারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে অভিষেক ম্যাচে জয় পেয়েছেন। সেই দুর্ভাগ্যদের তালিকায় যোগ হলো হাভিয়ের কাবরেরার নাম। জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর তার প্রশিক্ষণে বাংলাদেশ প্রথম ম্যাচে লড়ে মালেতে। মালদ্বীপে বিপক্ষে ০-২ গোলে হেরে নতুন ক্যারিয়ার শুরু হয় কাবরেরার। ২৯ মার্চ বাংলাদেশ ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রতিম্যাচ খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি হবে। জাতীয় দল গতকালই সিলেটে পৌঁছে গেছে। হোটেল রোজ ডিউতে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা। সন্ধ্যার দিকে অনুশীলন করেন কাবরেরার শিষ্যরা।

মালদ্বীপের বিপক্ষে হারলেও ঘরের মাঠে মঙ্গোলিয়াকে হারাতে চান কাবরেরা। তিনি বলেন, প্রথম ম্যাচে হারলেও ছেলেরা খারাপ খেলেনি। কিন্তু ভুলত্রুটি চোখে পড়েছে যা আমি চাই না মঙ্গোলিয়ার বিপক্ষে পুনরাবৃত্তি ঘটুক। তারাও খুব একটা শক্তিশালী দল নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে ওদের অবস্থান ১৮৪ আর বাংলাদেশের ১৮৬। তারপরও বলব জয়-পরাজয়তো র‌্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে না। জিততে হলে ভালো খেলতে হবে। প্রীতি ম্যাচে কোনো চাপ নেই। বুঝে শুনে খেলতে পারলেই জয় সম্ভব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর