মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা
ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০

সুরের মূর্ছনায় মাতবে মিরপুর

৩ ঘণ্টায় ৩৫টি গান গাইবেন এ আর রহমান

ক্রীড়া প্রতিবেদক

সুরের মূর্ছনায় মাতবে মিরপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত এক বছর নানান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জাতির পিতার শততম জন্মবার্ষিকী উদযাপন করতে দুটি বিশাল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু করোনাভাইরাসের জন্য অনুষ্ঠান দুটি আয়োজন করতে পারেনি বিসিবি। বাধ্য হয়ে স্থগিত করে। ওয়ার্ল্ড একাদশ ও এশিয়া একাদশ নামে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজে খেলার কথা ছিল বিশ্বের সব তারকা ক্রিকেটারদের। অপর অনুষ্ঠানটি ছিল উপমহাদেশের অন্যতম সেরা সুরকার ও গায়ক অস্কারজয়ী এ আর রহমানের কনসার্ট। ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ নামে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ২০২১ সালে। করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ায় এ আর রহমানের কনসার্টটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। গান গাওয়ার জন্য বিশ্বের অন্যতম সেরা সুরকার ও সুফি গায়ক এ আর রহমান রবিবার রাত সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মুম্বাই থেকে ঢাকায় আসেন। আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঞ্চ মাতাবেন ভারতীয় সংগীতের জীবন্ত কিংবদন্তী। অবশ্য অনুষ্ঠান শুরু হবে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের গান দিয়ে। এরপর গাইবেন মমতাজ। অনুষ্ঠানের আয়োজক বিসিবি এবং পৃষ্ঠপোষক দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।    

সর্বশেষ খবর