মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা

ক্রীড়া ডেস্ক

উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট অর্জন করল কানাডা। কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বের চতুর্থ রাউন্ডে রবিবার জ্যামাইকাকে ৪-০ গোলে হারিয়েছে কানাডা। কানাডার পক্ষে একটি করে গোল করেন ল্যারিন, বুকানন ও হোয়লেট। এছাড়াও জ্যামাইকার মারিয়াপ্পা একটি আত্মঘাতী গোল করে কানাডার জয়ের ব্যবধান বাড়ান। এ জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে কানাডা। পাশাপাশি বিশ্বকাপের চূড়ান্তপর্বও নিশ্চিত করেছে তারা। কানাডা প্রথম ও শেষবারের মতো ১৯৮৬ সালে বিশ্বকাপ খেলেছিল। সেবার তারা গ্রুপ পর্বে সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স ও হাঙ্গেরির বিপক্ষে তিনটি ম্যাচ খেলে সবকটিতে হেরে বিদায় নিয়েছিল। দীর্ঘদিন পর তারা বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করল। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে গতকাল জয় পেয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

সর্বশেষ খবর