বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

দৃষ্টি লিটন তাসকিনের দিকে

ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় এখন বাংলাদেশ। প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ হারানোর আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল ডারবানের কিংসমিডে প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

দারুণ সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। বছর শুরু করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিতে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছে আফগানিস্তানকে। ড্র করেছে টি-২০ সিরিজে। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় এখন বাংলাদেশ। প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ হারানোর আত্মবিশ্বাস নিয়ে আগামীকাল ডারবানের কিংসমিডে প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। আফ্রিকার মাটিতে এর আগে তিন সিরিজে ৬টি টেস্ট খেললেও ড্র কিংবা জয়ের কোনো রেকর্ড নেই। সবগুলো হারের। ৫টিই আবার ইনিংস ব্যবধানে। টাইগাররা দেশটিতে সর্বশেষ খেলেছিল ২০১৭ সালে। পাঁচ বছর পর আফ্রিকান দেশটিতে আবার খেলতে নামছেন মুমিনুলরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমটি আগামীকাল শুরু হবে ডারবানের কিংসমিডে এবং ৭ এপ্রিল দ্বিতীয়টি শুরু পোর্ট এলিজাবেথে।

আত্মবিশ্বাসী টাইগাররা টেস্ট সিরিজ খেলবে সিনিয়র দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়া। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। ওয়ানডে সিরিজ শেষে পারিবারিক কারণে দেশে ফিরেছেন সাকিব। প্রথম টেস্ট না খেলার সম্ভাবনা রয়েছে দেশসেরা অলরাউন্ডারের। দলে মুমিনুল, মুশফিক, তামিম, শরিফুল, ইবাদত, তাইজুলরা থাকার পরও আলাদা করে সবার নজরে থাকছেন ড্যাসিং ওপেনার লিটন দাস ও ‘গতির রাজা’ তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে দুজনেই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। লিটন ব্যাট হাতে তিন ম্যাচে রান করেছেন ৫০, ১৫ ও ৪৮। তাসকিন প্রথম ম্যাচে ৩ উইকেট নিলেও শেষটিতে ছিলেন বিধ্বংসী মেজাজে। শেষ ওয়ানডেতে ৯ ওভারের স্পেলে ৩৫ রানের খরচে নেন ৫ উইকেট। ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তাসকিন। ২০১৭ সালে নিউজিল্যান্ডে অভিষেকে পর এখন পর্যন্ত ১০ টেস্ট খেলেছেন ডান হাতি ফাস্ট বোলার। এখন পর্যন্ত একটি টেস্টও খেলেননি দেশের মাটিতে। ক্যারিয়ারের প্রথম ৫ টেস্টে ৯৭.৪২ গড়ে উইকেট নিয়েছিলেন মাত্র ৭টি। পরের ৫ টেস্টে ৩৮.৯৩ গড়ে উইকেট নেন ১৬টি।

ছন্দে রয়েছেন লিটন। ২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের পর এখন পর্যন্ত খেলেছেন ২৯টি। রান করেছেন ১৬৪৯। করোনার পর ২০২১ সালে টেস্ট অঙ্গনে ফেরার পর ক্রিকেট বিশ্ব অন্য এক লিটনকে দেখছে। ৯ টেস্টের ১৫ ইনিংসে ৪৬ গড়ে ৬৯০ রান করেন। ২টি সেঞ্চুরি ছাড়াও রয়েছে ৬টি হাফ সেঞ্চুরি। ক্যারিয়ারের ২৬ নম্বর টেস্টে প্রথম সেঞ্চুরি করেন লিটন, পাকিস্তানের বিপক্ষে ১১৪। ২৯ নম্বর টেস্টে সেঞ্চুরি করেন দ্বিতীয়টি ক্রাইটস্টচার্চে, ১০২।

আগামীকাল শুরু টেস্ট। স্বাগতিক আফ্রিকার বিপক্ষে সাফল্য পেতে এই দুই ক্রিকেটারকে জ্বলে উঠতে হবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর