বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ওয়ার্নকে শেষ শ্রদ্ধা

ক্রীড়া ডেস্ক

ওয়ার্নকে শেষ শ্রদ্ধা

ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাতে মেলবোর্নে উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা

ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছিল মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে। ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা লেগ স্পিনার ওয়ার্নকে রাস্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। প্রিয় তারকাকে শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (এমসিজি) উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, সাবেক ও বর্তমান ক্রিকেটপ্রেমীসহ ৬৫ হাজার ভক্ত। অবশ্য তাকে মাটিতে শুইয়ে দেওয়া হয় ২০ মার্চ পারিবারিক শেষকৃত্য অনুষ্ঠানে। ওয়ার্ন ৪ মার্চ থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে মারা যান। অস্ট্রেলিয়ান সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় শ্রদ্ধাঞ্জলি। এ সময় মাঠে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার ও মার্ক টেলর, পেসার মার্ভ হিউজ, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তাদের উপস্থিতিতে এমসিজির জায়ান্ট স্ক্রিনে সে উঠে শোক জানানো বিভিন্ন তারকা ক্রিকেটারদের ভিডিও বার্তা। ভারতের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার ভিডিও বার্তায় বলেন, ‘আপনাকে কীভাবে আউট করা যায়, সে সব সময়ই সেটা নিয়ে ভাবত। ক্যারিয়ারে অল্প কয়েকজন ভালো স্পিনারের বিপক্ষে খেলেছি, এদের সবার মধ্যে শেন ছিল আরও আলাদা।’ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর বলেন, ‘তার চরিত্র ছিল কাঁচা হীরার মতো! এটাই তাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর