বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

আকবর ঝড়ে উড়ে গেল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

আকবর ঝড়ে উড়ে গেল মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ভিন্ন ভিন্ন স্বাদ নিয়েছে ঘরোয়া ক্রিকেটের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডান। গতকাল আবাহনী ৩৪ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। বিকেএসপি-৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ৭২ রানে হারিয়েছে মোহামেডানকে এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ১ রানে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে।

ইউল্যাব মাঠে আবাহনী প্রথমে ব্যাট করে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে ৮৮ ও নাঈমের ৮১ বলে ৬০ রানে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে। মোসাদ্দেকের বিধ্বংসী ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৮টি চার। ওয়ানডে সিরিজ খেলে আসা আফিফ মাত্র ১১ বলে ৩৫ রান করেন। ৩৩৪ রানের টার্গেটে শাইনপুকুরের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ২৯৯ রানে। দলের জিম্বাবুয়ান ব্যাটার সিকান্দার রাজা সেঞ্চুরি করেন। ১০৭ রানের ইনিংস খেলেন ৯৩ বলে ৭ ছক্কা ও ৮ চারে। বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩ রান করে। শাহাদাত ৬৪, নাসির ৬৬ ও শামসুর রহমান ৬০ রান করেন। শেষ ২ ওভারে জয়ের জন্য ব্রাদার্সের দরকার ছিল মাত্র ৮ রান। হাতে ছিল ৩ উইকেট। কিন্তু রেজাউর ও কাপালির সাঁড়াশি আক্রমণে ২৭২ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। বিকেএসপি-৩ নম্বর মাঠে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি ঝড়ো ব্যাটিং করেন মোহামেডানের বিপক্ষে। তার ৪৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮৯ রানে ভর করে গাজী গ্রুপের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৪৬ রান। এছাড়া মাহামুদুল হাসান ৫৯, ফরহাদ হোসেন ৬২ ও আকবর রহমান ৫৪ রান করেন। জবাবে মোহামেডান থেমে যায় ২৭৪ রানে।           

সর্বশেষ খবর