শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ডারবানে পেসারদের হতাশার এক দিন

ক্রীড়া প্রতিবেদক

ডারবানে পেসারদের হতাশার এক দিন

বিদেশের মাটিতে সাফল্য নির্ভর করে পেসারদের ওপর- ম্যাচ প্রিভিউর দিনে মিডিয়াকে বলেছিলেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের কাটাছেঁড়ায় বিষয়টি পরিষ্কার করেছিলেন ইবাদত হোসেন। সে হিসেবে ভুল বলেননি টাইগার অধিনায়ক। ডারবানের কিংসমিডের সবুজ ঘাসের উইকেটে জয়ের স্বপ্ন দেখা মুমিনুল সাফল্য পেতে ভরসায় ছিলেন পেসারদের ওপর। উইকেটে ঘাস ও বাউন্স থাকলেও স্বাগতিক ব্যাটারদের ওপর বিন্দুমাত্র চাপ ফেলতে পারেননি টাইগার পেসাররা। নির্বিষ বোলিং করেন প্রথম ও তৃতীয় সেশনে। শুধু দ্বিতীয় সেশনে ডিন এলগারদের চেপে ধরেছিলেন এবাদত, খালেদরা। দুরন্ত বোলিং ও ফিল্ডিংয়ে ৩ উইকেট তুলেও নিয়েছিলেন। প্রথম দিনে টাইগারদের সাফল্য ওটুকুই। পেসারদের হতাশার দিনে সব আলো কেড়ে নেন মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত এক রান আউটে। দিন শেষে মিডিয়ার মুখোমুখিতে মিরাজের রান আউটের প্রশংসা করেছেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো, ‘আমার দেখা সেরা রান আউটের একটি। মিরাজ ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত একজন ক্রিকেটার। দারুণ ক্যাচ নিতে পারে। তার দুর্দান্ত শক্তি এবং কর্মতৎপরতা দারুণ। এ মুহূর্তে আত্মবিশ্বাসী একজন ক্রিকেটারের কাছ থেকে এটি একটি বিশেষ রান আউট ছিল। এরকম কিছু দেখতে পারা সত্যিই আনন্দের।’

২৮ বছর বয়সী কিগান পিটারসন ক্যারিয়ারের ৬ নম্বর টেস্ট খেলছেন। আগের ৫ টেস্টের ৯ ইনিংসে হাফসেঞ্চুরি ছিল ৩টি। সবগুলো ভারতের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টের চার ইনিংসে। ছন্দে থাকা পিটারসন ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন মিরাজের দুর্দান্ত এক থ্রোইংয়ে। দলীয় ৪৬ ওভারের শেষ বলে তাসকিনকে পয়েন্টে খেলে দৌড় দেন ক্যারিয়ারের ভাবুমা। পয়েন্টের ফিল্ডার মিরাজ দূরন্ত গতিতে বল ধরে প্রায় শূন্য ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রোইংয়ে উইকেট ভেঙে দেন। ৪২ ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও আম্পায়ারের কারণে বেঁচে যান পিটারসেন। টাইগাররা রিভিউ নিলেই আউট হতেন তিনি। কিন্তু রিভিউর আবেদন করেননি মুমিনুলরা। এর আগে লেগ স্ট্যাম্প মিস করবে বল- এমন বলে রিভিউর আবেদন করেন দুবার এবাদত। দুবারই ব্যর্থ হয়েছে রিভিউ।

সাইট স্ক্রিনের জন্য গতকাল খেলা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর শুরু হয়। কিংসমিডের সবুজ ঘাসের উইকেটের সুবিধা আদায়ে টস জিতে ফিল্ডিং নিতে সময়ক্ষেপণ করেননি মুমিনুল। প্রথম বলেই ফুলটস করেন ওয়ানডে সিরিজ সেরা তাসকিন। বাউন্ডারিতে ইনিংস শুরু হয় স্বাগতিকদের। প্রথম সেশনে বিনা উইকেটে ৯৫ রান তুলে লাঞ্চ বিরতিতে যান স্বাগতিকরা। আলোর স্বল্পতায় ৭৬.৫ ওভারে খেলা বন্ধ হওয়া পর্যন্ত টাইগার পেসাররা হতাশই করেছেন। হতাশার দিনে ওয়ানডে সিরিজ সেরা তাসকিন আহমেদ ১৮ ওভার ৩.২২ স্ট্রাইক রেটে ৫৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ইবাদত ১৭ ওভারে ৩.৪১ স্ট্রাইক রেটে ৫৮ রানের খরচে নেন আরউইয়ের উইকেট। এলগারকে আউট করা খালেদ ১২.৫ ওভারে রান দেন ৩.৮১ গড়ে ৪৯। তবে মিরাজ ছিলেন মিতব্যয়ী। ২৬ ওভারে ২.১৯ গড়ে ৫৭ রানের খরচে নেন ১ উইকেট।  

সর্বশেষ খবর