শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল

গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ হেরে মহিলা বিশ্বকাপের আসর থেকে বিদায়ের সম্ভাবনা জেগেছিল ইংল্যান্ডের। গ্রুপ পর্বে পরের চার ম্যাচে দুর্দান্তভাবে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। গতকাল হ্যাগলি পার্ক ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অলআউট ক্রিকেট খেলে ইংলিশরা। ড্যান ওয়েইটের সেঞ্চুরি ও সোফি এক্লেস্টনের বিধ্বংসী বোলিংয়ে ১৩৭ রানের পাহাড়সম জয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড। আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া মহিলা দল প্রথম সেমিফাইনালে ১৫৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। গতকাল সেমিফাইনালে আফ্রিকান মহিলা ক্রিকেটাররা পাল্লা দিয়ে ক্যাচ মিসের মহড়ায় নেমেছিল। ম্যাচসেরা ইংলিশ ক্রিকেটার ড্যান ওয়েইট সেঞ্চুরি করেছেন। ১২৯ রানের ইনিংসটি খেলেছেন ১২৫ বলে ১২ চারে। তার ইনিংসটি অবশ্য নিচ্ছিদ্র্র ছিল না। প্রোটিয়া মহিলা ফিল্ডাররা ওয়েইটকে জীবন দিয়েছে পাঁচবার-২২, ৩৬, ৭৭, ১১৬, ও ১১৭ রানে। তার সঙ্গে সোফিয়া ডাঙ্কলির হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৯৩ রান। ২৯৪ রানের টার্গেটে দক্ষিণ আফ্রিকা গুঁড়িয়ে যায় ৩৮ ওভারে ১৫৬ রানে। আফ্রিকান মহিলা দলকে একাই গুঁড়িয়ে দেন বাঁ হাতি স্পিনার এক্লেষ্টন। ৮ ওভারের স্পেলে ৩৬ রানের খরচে নেন ৬ উইকেট।

সর্বশেষ খবর