শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুল হকরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছেন দক্ষিণ আফ্রিকায়। ডারবানে প্রথম টেস্ট খেলছে টাইগাররা। সিরিজ শেষ করে দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন ঘরোয়া ক্রিকেটে। তবে ২ টেস্ট ম্যাচ সিরিজ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকায় আসছে ৮ মে। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ১৫-১৯ মে প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ স্টেডিয়াম এবং মিরপুরে দ্বিতীয় টেস্ট ২৩-২৭ মে। ১১-১২ মে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে একটি দুদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। বাংলাদেশ ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কা সফর করেছিল। পাল্লেকেলেতে ড্র হয়েছিল প্রথম টেস্ট এবং পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে টাইগাররা হেরেছিল ২০৯ রানে। দুই দেশ এখন পর্যন্ত ২২ টেস্টে পরস্পরের মুখোমুখি হয়েছে। একটি মাত্র টেস্ট জিতেছে বাংলাদেশ। হার ১৭টি এবং ড্র হয়েছে বাকি ৪টি। শ্রীলঙ্কা এ মাসে দুটি টেস্ট খেলেছে ভারতের বিপক্ষে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটিতে  দ্বীপরাষ্ট্র হেরেছে ইনিংস ব্যবধানে ও ২৩৮ রানে। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেই জিতেছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে দুটি করে হার-জিত রয়েছে শ্রীলঙ্কার। বাংলাদেশ ১টি জিতলেও হেরেছে ৩টি। ৮ উইকেটের জয়টি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে।

সর্বশেষ খবর