শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

তবু আশাবাদী কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলে বিদেশি কোচের সংখ্যা একেবারে কম নয়। সফল হয়েছেন হাতে গোনা কয়েকজন। তাও আবার এস এ গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে। যারা ব্যর্থ হয়েছেন, তাদের মুখে একটাই সুর ছিল উন্নয়নের জন্য সময় দরকার। হাভিয়ের কাবরেরা নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি। দুটো ম্যাচও খেলে ফেলেছেন। ফিফা উইন্ডো প্রীতিম্যাচে মালদ্বীপের কাছে হার, ঘরের মাঠে ড্র করেছে মঙ্গোলিয়ার বিপক্ষে। এর আগে কাবরেরার জাতীয় বা ক্লাব পর্যায়েও প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা ছিল না। বাংলাদেশকে দিয়েই তার নতুন ক্যারিয়ার শুরু। অভিষেক হয়েছে হার ও ড্র করে। দুই ম্যাচ দেখে কোচের ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। হাভিয়েরও শিষ্যদের পারফরম্যান্স সম্পর্কে চূড়ান্ত কিছু বলতে চান না। বলেছেন, ছেলেদের নিয়ে হতাশ নন। জামালদের নিয়ে আশাবাদী তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর