শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ব্যাটিংয়ে শেষ বিকালে ছন্দপতন

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিয়ারের ৫০ নম্বর টেস্টে নার্ভাস নাইনটিজের শিকার হন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। ডারবানে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও ক্যারিয়ারের ৫০ নম্বর টেস্ট খেলেন। কিন্তু রানের খাতা খুলতে পারেননি। সাইমন হার্মারের ঘূর্ণিতে শূন্যরানে ফেরেন সাজঘরে। টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনটি নিজেদের করে নেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দিনটি উপহার দেন অফ স্পিনার হার্মার। তার ঘূর্ণিতে নাকাল হয়েছেন টাইগার ব্যাটাররা। ৪৯ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৯৮ রান তুলে দিন পার করে। ২৬৯ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। হার্মারের স্পিন ভেল্কির মুখে একাই লড়াই করেছেন তরুণ ওপেনার মাহামুদুল হাসান জয় ৪৪ রানে অপরাজিত থেকে। হার্মার নেন ৪ উইকেট। এর আগে খালেদ আহমেদের গতি ও বাউন্সে ৩৬৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।  ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৪০০-এর নিচে কখনো অলআউট হয়নি দক্ষিণ আফ্রিকা। সর্বনিম্ন স্কোর ছিল ৪২৯। সেঞ্চুরিয়ানে ২০০৮ সালে করেছিল।

সর্বশেষ খবর