শিরোনাম
শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নৌবাহিনী চ্যাম্পিয়ন

নৌবাহিনী চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ৩১তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় সেরা হয়েছে নৌবাহিনী। গতকাল শেষ হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ৩৩টি সোনা, ২৫টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন দলের ট্রফি পেয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ৯টি সোনা, ১৩টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে রানার্সআপের ট্রফি পেয়েছে। এ ছাড়া বিকেএসপি তৃতীয় ও বাংলাদেশ পুলিশ চতুর্থ হয়েছে। প্রতিযোগিতার সাঁতারে ১৬টি এবং ডাইভিংয়ে ৩টিসহ মোট ১৯টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ ৩টি সোনা, ৪টি রৌপ্য পদক জয় ও ৩টি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। নারী বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তার ৫টি করে সোনা, ৩টি করে রৌপ্য পদক জয় ও একটি করে ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে যৌথভাবে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর