শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

এক গ্রুপে স্পেন-জার্মানি

ক্রীড়া ডেস্ক

এক গ্রুপে স্পেন-জার্মানি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির জায়গা হয়নি কাতার বিশ্বকাপে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে বাদ পড়েছে রাশিয়া। গতকাল আয়োজক কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব চূড়ান্ত হয়েছে। ৩২ দলের মধ্যে ২৯টি দল চূড়ান্ত হয়েছে। বাকি তিন দল আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে চূড়ান্ত পর্বে খেলবে। এবারের বিশ্বকাপে ‘গ্রুপ অব ডেথ’ বলা যাবে না কোনো গ্রুপকেই। তবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি রয়েছে ‘ই’ গ্রুপে। গ্রুপের বাকি দুই দল- জাপান ও কোস্টারিকা/নিউজিল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপের বাকি তিন দল- ডেনমার্ক, তিউনিসিয়া ও পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ‘জি’ গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। আর্জেন্টিনার ‘সি’ গ্রুপে রয়েছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। ‘এইচ’ গ্রুপে পর্তুগাল খেলবে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানার বিপক্ষে।

বিশ্বকাপের আট গ্রুপ

গ্রুপ ‘এ’           :               কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর।

গ্রুপ ‘বি’           :               ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

গ্রুপ ‘সি’          :               আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।

গ্রুপ ‘ডি’          :               ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ‘ই’            :               স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা/নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এফ’       :               বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা।

গ্রুপ ‘জি’         :               ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন।

গ্রুপ ‘এইচ’     :               পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

সর্বশেষ খবর