রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ডেনমার্ককে নিয়ে চিন্তিত ফ্রান্স কোচ

ক্রীড়া ডেস্ক

ডেনমার্ককে নিয়ে চিন্তিত ফ্রান্স কোচ

কাতার বিশ্বকাপে ফুটবলে ‘ডি’ গ্রুপে খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের তিন পক্ষ হচ্ছে ডেনমার্ক, তিউনিশিয়াও প্লে-অফ ম্যাচে পেরু, অস্ট্রেলিয়া বা সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিজয়ী দল। ফ্রান্সের কোচ ফিদিয়ে দেশম তবু আমি চিন্তি। যদি কেউ ভাবেন ফ্রান্স সহজে নক আউট পর্বে জায়গা করে নেবে তাহলে ভুল করবে। মনে রাখতে হবে আমাদের গ্রুপে ডেনমার্কের মতো শক্তিশালী দল রয়েছে। রাশিয়া বিশ্বকাপেও ওরা আমাদের গ্রুপে। কঠিন লড়াই হয়েছিল। এবারও একই গ্রুপে। জানি না শেষ পর্যন্ত কী হবে। দেশম বলেন, শুধু ডেনমার্ক নয়। বিশ্বকাপে সুযোগ পায় যোগ্য দলরা। এখানে কাউকে খাটো করে দেখার উপায় নেই। দেখে বলা হচ্ছে এই ওই সহজে পার পেয়ে যাবে। তবে বাস্তবে লড়াইটা হবে কঠিন।

দেশমের প্রশিক্ষণে ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এর আগে ১৯৯৮ সালে প্রথমবারের মতো দেশটি ফুটবলে বিশ্বকাপ জয় করে। এবারও কাতার বিশ্বকাপে ফ্রান্স অন্যতম ফেভারিট। তবে দেশম মনে করেন আগাম কোনো দলকেই ফেভারিট বলা যাবে না। সবাই যোগ্যতা দিয়ে লড়বে। বিশ্বকাপ মানেই সেরা পারফরম্যান্স শো করতে হবে। যারা পারবে তারাই কাতার থেকে নিয়ে আসবে বিশ্বকাপের ট্রফি। নতুন বিশ্ব চ্যাম্পিয়নের দেখা মিললে আমি অবাক হবো না।

সর্বশেষ খবর